Breaking News
Home / জীন জাতি / জ্বিন ও যাদুর আক্রমণ থেকে শিশুদের রক্ষা করুন কুরআনি দোয়ায়

জ্বিন ও যাদুর আক্রমণ থেকে শিশুদের রক্ষা করুন কুরআনি দোয়ায়

জ্বীন থেকে শিশুর নিরাপত্তা

বাচ্চাদের জ্বীন এর সমস্যা হলে করনীয়

সূরা সোয়াদ এর ৩৪ নং আয়াত 

وَلَقَدۡ فَتَنَّا سُلَیۡمٰن اَلۡقَیۡنَا عَلٰی کُرۡسِیِّهٖ جَسَدًا ثُمَّ اَنَابَ

 

আয়াত ৩ বার পড়ে বাচ্চার বাম কানে ফুক দিবে। যদি বেহুশ থাকে তাহলে হুঁশ ফিরে আসবে, তাতেও যদি হুঁশ ফিরে না আসে তাহলে

সূরা ফাতিহা ১ বার,সূরা ইখলাস একবার, সূরা ফালাক এাবার,সূরা নাস একবার, এবং আয়াতুল কুরসি ৩ বার পড়ে পানিতে ফুক দিয়ে, সেই পানি বাচ্চাকে খাওয়াবে / শরিরে ছিটিয়ে দিবে।

বিজ্ঞাপন⤴️

বয়স্ক রোগীর ক্ষেত্রে

সূরা ইউসুফ এর ৪ নং আয়াত 

اِذۡ قَالَ یُوۡسُفُ لِاَبِیۡهِ یٰۤاَبَتِ اِنِّیۡ رَاَیۡتُ اَحَدَعَشَرَ کَوۡکَبًا وَّ الشَّمۡسَ وَ الۡقَمَرَ رَاَیۡتُهُمۡ لِیۡ سٰجِدِیۡن﴿۴﴾

একবার,, সূরা আর রহমান এর ৩৩ নং

یٰمَعۡشَرَ الۡجِنِّ وَ الۡاِنۡسِ اِنِ اسۡتَطَعۡتُمۡ اَنۡ تَنۡفُذُوۡا مِنۡ اَقۡطَارِ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ فَانۡفُذُوۡا ؕ لَا تَنۡفُذُوۡنَ اِلَّا بِسُلۡطٰنٍ ﴿ۚ۳۳

﴾আয়াত পরে পানিতে ফুক দিয়ে তার গায়ে ছিটিয়ে দিবে/ খাওয়াবে

 

জানু টোনা বা বদ নজর বা তাবিজ করলে করলে করনীয়

 

কাঠের কলম/দোয়াদ কলম  দিয়ে সূরা নাহলের ৯৮-৯৯ আয়াত 

فَاِذَا قَرَاۡتَ الۡقُرۡاٰنَ فَاسۡتَعِذۡ بِاللّٰهِ مِنَ الشَّیۡطٰنِ الرَّجِیۡمِ ﴿

اِنَّهٗ لَیۡسَ لَهٗ سُلۡطٰنٌ عَلَی الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَلٰی رَبِّهِمۡ یَتَوَکَّلُوۡنَ ﴿۹۹﴾۹۸﴾

লিখে তাবিজে ভরে হাতে/কমরে ব্যবহার করবে।

 

 সম্পদ এর উপরে বদ নজর পরলে করনীয়

সূরা কলাম এর ৫১ নং আয়াত

 وَ اِنۡ یَّکَادُ الَّذِیۡنَ کَفَرُوۡا لَیُزۡلِقُوۡنَکَ بِاَبۡصَارِهِمۡ لَمَّا سَمِعُوا الذِّکۡرَ وَ یَقُوۡلُوۡنَ اِنَّهٗ لَمَجۡنُوۡنٌ ﴿ۘ۵۱

৩ বার পড়ে পানিতে ফুক দিয়ে বাচ্চাকে খাওয়াবে, আর যদি, ফসলে উপর হয় তাহলে বাগানে বা গাছে ছিটিয়ে দিবে।

জাদু টোনা থেকে বাচার আমল কি?

৫ ওয়াক্ত নামাজের পরে এবং রাতে ঘুমানোর আগে সূরা নিছার ১০০ নাম্বার 

সাতবার পড়বে মোট 41 দিন, ইনশাআল্লাহ ভালো ফল পাবেন।

 وَ مَنۡ یُّهَاجِرۡ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ یَجِدۡ فِی الۡاَرۡضِ مُرٰغَمًا کَثِیۡرًا وَّ سَعَۃً ؕ وَ مَنۡ یَّخۡرُجۡ مِنۡۢ بَیۡتِهٖ مُهَاجِرًا اِلَی اللّٰهِ وَ رَسُوۡلِهٖ ثُمَّ یُدۡرِکۡهُ الۡمَوۡتُ فَقَدۡ وَقَعَ اَجۡرُهٗ عَلَی اللّٰهِ ؕ وَ کَانَ اللّٰهُ غَفُو

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Leave a Reply

Powered by

Hosted By ShareWebHost