(মুসলিমবিডি২৪ডটকম)
প্রশ্নঃ আমার হাজব্যান্ড আমাকে জব করার অনুমতি দেয় না। পড়ালেখার ক্ষেত্রে আমার একাডেমিক রেজাল্ট অনেক ভালো।
উত্তরঃ—ঘরের রানী হওয়ার বদলে কর্পোরেট দাসত্বকে সেলিব্রেট করার কিছু নেই।
নিজের জীবন, যৌবন, সংসার, সন্তান সবকিছু তছনছ করে অন্যের প্রতিষ্ঠানের শোভা বাড়ানোর বদলে
নিজের সংসার, জীবনকে তিলে তিলে গড়ে তোলাই গৌরবের।
মেয়েদের জন্ম সম্মানিতা হওয়ার জন্য, স্বামী সন্তানদের পক্ষ থেকে ভালোবাসা ও শ্রদ্ধা পাওয়ার জন্য।
কর্পোরেট কামলা হয়ে আধুনিক দাসত্বের গ্যাড়াকলে পড়ে নিজের যোগ্যতা ও সৌন্দর্যের অপচয় করা নারীর জন্য শোভনীয় নয়।
স্বামী গরীব হলে সাহাবী যুগে নারীরা যা করতেন
যোগ্যতা থাকলে নিজের সংসারে বসেই বিশ্ব জয় করা যায়। জীবনের সর্বত্র এর স্বাক্ষর রাখা যায়।
না থাকলে সারা জীবন অন্যের অফিসের চাকরানী হয়েই মেকি গৌরবে সময় কেটে যায়।
মুসলমান হিসেবে আমরা আমাদের সব বোনদেরকে একেকটা সংসারের রানী হিসেবে দেখতে চাই।
তারা এই সম্মান রেখে নিজেদেরকে নীচে নামানোটা কোন আত্নমর্যাদাবোধসম্পন্ন মুসলমানের পছন্দ হতে পারেনা।
আপনি ভাগ্যবতী যে,আপনি একজন আত্নমর্যাদাবোধসম্পন্ন স্বামী পেয়েছেন। তার সাথে সংসারে মনোযোগী হোন।
দুনিয়া আখেরাত উভয় জগতেই সুখি হবেন ইনশাআল্লাহ।