মুসলিমবিডি২৪ডটকম
জনৈক দরবেশ তরকারি বিক্রেতার দোকানে গিয়ে সবজি ক্রয়ের ব্যাপারে তাড়াহুড়ো করছিল।
সবজি বিক্রেতা দরবেশ কে গালি দিল। দরবেশ রেগে গিয়ে জুতা খুলে তার মাথায় আঘাত করল।
এদিকে সবজি বিক্রেতা থানায় গিয়ে দরবেশের নামে মামলা দায়ের করল।
থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দরবেশকে থানায় তলব করল।
পুলিশঃ আপনি দোকানিকে কেন জুতা নিয়ে প্রহার করলেন?
দরবেশঃ দোকানি আমাকে গালি দিয়েছে ।
পুলিশঃ আপনি বড় অন্যায় করেছেন।আপনি অসহায় এইজন্য আপনাকে শাস্তি দিলাম না।
তবে জরিমানা হিসেবে সবজি বিক্রেতাকে আট আনা দিয়ে দাও।
দরবেশঃ নিজের পকেট থেকে এক টাকা বের করে পুলিশের হাতে দিয়ে, জুতা খুলে পুলিশের মাথায় কষিয়ে একটা দিল।
এবং বলল এই যদি হয় ন্যায়বিচার, তাহলে আপনি নিবেন আট আনা আর দোকানিকে দিবেন আট আনা।
একটুকরো রুটি চাই, আপনার বউকে চাইনা।
জনৈক ভিক্ষুক এক ধনাঢ্য ব্যাক্তির দরজায় গিয়ে ভিক্ষা চাইল। বাড়ির ভিতর থেকে আওয়াজ আসল বিবি বাড়িতে নেই।
একথা শুনে ভিক্ষুক বলল সাহেব! আমি একটুকরো রুটি চাই, আপনার বউকে চাইনা।