মুসলিমবিডি২৪ডটকম
মৃত্যুর সময় বে নামাজির শাস্তি
- বে নামাজীর মৃত্যু অত্যন্ত অপমানের সাথে হবে।
- মৃত্যুর সময় বে নামাজী ব্যক্তি ক্ষুধার্ত থাকবে।
- মৃত্যুর সময় তাকে সমুদ্র ভরা পানি প্যা করালেও তার পিপাসা মিটবে না। –নাউজুবিল্লাহ
কবরে তিন শাস্তি
- বে নামাজী ব্যক্তির কবর সংকীর্ণ করে দেওয়া হবে,ফলে একপাশের হাড় অপর পাশে চলে যাবে।
- বে নামাজীর কবরে আগুন লাগিয়ে দেওয়া হইবে।
- তার কবরে শাস্তি দেওয়ার জন্য শুযায়ে আকরা নামক সাপ নিযুক্ত করা হইবে। – নাউজুবিল্লাহ
হাশরের মাঠে তিন শাস্তি
- বে নামাজীর হিসাব অত্যন্ত কঠিন হইবে।
- বে নামাজীর প্রতি খোদা তায়ালার ক্রোধ বেশি হইবে।
- বে নামাজিকে অপমানিত অপদস্ত করে জাহান্নামে নিক্ষেপ করা হইবে। – নাউজুবিল্লাহ
আরো পড়ুন (১)খোলাফায়ে রাশেদার নিকট প্রিয় তিনটি বিষয়,(২)একজন নারীর গর্ভাবস্থায় কোন কোন ভিটামিন ও খনিজ দরকার