Home / চিকিৎসার উত্তম পন্থা / একজন নারীর গর্ভাবস্থায় কোন কোন ভিটামিন ও খনিজ দরকার

একজন নারীর গর্ভাবস্থায় কোন কোন ভিটামিন ও খনিজ দরকার

মুসলিমবিডি২৪ডটকম

গর্ভাবস্থায় কতটুকু পরিমাণ ভিটামিন দরকার

গর্ভাবস্থায় কোন কোন ভিটামিন ও খনিজ দরকার?

 

ক্যালসিয়াম

প্রতিদিন ১ হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। দই, দুধ, পনির, পাতাযুক্ত গাঢ় সবুজ শাকসবজি ক্যালসিয়ামের ভালো উৎস।

 

আয়রন

প্রতিদিন ২৭ মিলিগ্রাম আয়রন গ্রহণের চেষ্টা করুন।এটা পাবেন চর্বিহীন মাংস (রেড মিট), পোল্ট্রি, মটরশুঁটি ও শিমে।

 

আয়োডিন

আপনার সন্তানের মস্তিষ্কের যথাযথ বিকাশের জন্য প্রতিদিন ২২০ মাইক্রোগ্রাম আয়োডিন প্রয়োজন।আয়োডিন পাবেন ডেইরি পণ্য, সামুদ্রিক খাবার, মাংস ও ডিমে।

 

কোলিন

প্রতিদিন আপনাকে ৪৫০ মিলিগ্রাম করে গ্রহণ করতে হবে। এর জন্য দুধ, ডিম, বাদাম ও সয়া পণ্য খাদ্য তালিকায় রাখতে হবে।

ভিটামিন ‘এ’

গাজর, মিষ্টি আলু এবং সবুজ পাতাওয়ালা শাকসবজি- এগুলোর সবকিছুতেই ভিটামিন ‘এ’ থাকে।প্রতিদিন আপনাকে ৭৭০ মাইক্রোগ্রাম ভিটামিন ‘এ’ গ্রহণ করতে হবে।

 

ভিটামিন ‘সি

প্রতিদিন আপনার ৮৫ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ গ্রহণ করতে হবে। লেবু, কমলা, জাম্বুরার মতো বিভিন্ন সাইট্রাস ফল, ব্রোকলি, টমেটো ও স্ট্রবেরিতে ভিটামিন ‘সি’ থাকে।

 

ভিটামিন ‘ডি’

দুধ;ওটমিল;কমলার জুস;পনির ও ছানা;মাখন;দই,গম,বার্লি ও বাদাম,মাশরুম,লাল মাংস,সামুদ্রিক, তৈলাক্ত এবং চর্বিযুক্ত মাছ,ডিমের কুসুম,শাক সবজি ও ফলমুল।

 

ভিটামিন ‘বি৬’

প্রতিদিন আপনাকে ১.৯ মিলিগ্রাম ভিটামিন ‘বি৬’ গ্রহণ করতে হবে। গরুর মাংস ও কলা ভিটামিন ‘বি৬’ এর ভালো উৎস।

 

ভিটামিন ‘বি১২’

মাছ, মাংস, পোল্ট্রি ও দুধ ভিটামিন ‘বি১২’ এর উৎস। প্রতিদিন আপনাকে ২.৬ মাইক্রোগ্রাম ভিটামিন ‘বি১২’ গ্রহণ করতে হবে।

 

ফলিক এসিড

বাদাম, গাঢ় সবুজ পাতাওয়ালা শাকসবজি, শিম ও কমলা লেবুর রস প্রতিদিনের প্রয়োজনীয় ৬০০ মাইক্রোগ্রাম ফলিক এসিড পেতে সহায়তা করবে।

পরামর্শ দিয়েছেন, ডাঃ মাহমুদা গাইনি বিশেষজ্ঞ

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

তারুণ্য ধরে রাখবেন যেভাবে

তারুণ্য ধরে রাখার কৌশল

মুসলিমবিডি২৪ডটকম  অকাল বার্ধক্য থেকে মুক্তি পাওয়া ও তারুণ্য ধরে রাখার কৌশল অনেকেই দেখবেন অল্প বয়সেই …

Powered by

Hosted By ShareWebHost