একবার খলীফা হারুনুর রশীদ শিকার করার জন্য বের হলেন। ফযল ইবনে রবী (মন্ত্রী) তার সাথে ছিল। খলীফা এক শিকারের পিছনে ধাওয়া করে তাঁর সাথীবর্গ থেকে
বিচ্ছিন্ন হয়ে পড়লেন। খলীফা এবং মন্ত্রী উভয়েই ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন। এমন সময় দেখলেন এক বৃদ্ধ গাধার উপর আরোহন করে আসছেন। তার চোখে ময়লা ভর্তি
ছিল। খলীফা লোকটিকে দেখে মন্ত্রী ফযল ইবনে রবীয়ারের প্রতি চোখে ইশারা করলেন। বৃদ্ধ যখন একেবারে কাছে আসল তখন ফযল তাকে জিজ্ঞাসা করল,
মুরুব্বী কোথায় যাচ্ছেন? বৃদ্ধ জবাব ছিল, আমি আমার বাগানে যাচ্ছি। ফযল বলল, মুরুব্বী আপনি চাইলে আপনার জন্য একটি ঔষধ বলে দিতে পারি। এতে
আপনার চোখ থেকে পানি পড়া বন্ধ হয়ে যাবে। বৃদ্ধ বলল, এমন ঔষধ আমার অতীব প্রয়োজন। ফযল বলল, তুমি এক কাজ কর, মাশরুম ছত্রাক আখরোটের ছালের মধ্যে
রেখে সুরমা করে চোখে লাগাবে তোমার চোখ ভাল হয়ে যাবে। এ কথা শুনে বৃদ্ধ লোকটি তার গাধার লাগামের আড় দ্বারা হেলান বানিয়ে এবং তার নিতম্ব উঠিয়ে খুব
জোরে বায়ু ছাড়ল এবং বলল, এটা আপনার ঔষধের পুরস্কার। যদি ঔষধের দ্বারা আমি আরোগ্য লাভ করি তাহলে আপনাকে খুশি করব। এ কথা শুনে খলীফা
হাসতে হাসতে লুটিয়ে পড়ল।