Home / চিকিৎসার উত্তম পন্থা / গ্যাস্ট্রিক জনিত সমস্যা যেভাবে বুঝবেন।

গ্যাস্ট্রিক জনিত সমস্যা যেভাবে বুঝবেন।

(বিডি২৪ডটকম)

Gastric problem

এসিজনিত রোগ কখন হয়?

স্থলীতে উপস্থিত ও উৎপাদিত হাইড্রকলোরিক এসিড (HCI) যদি অনিয়মিত বা অধিক নিঃসৃত হয়,

তখন এসিড গিরনজনিত বুক জ্বালা পোড়া ছাড়াও আরো কিছু প্রচলিত উপসর্গ রয়েছে।যেগুলোকে সমষ্টিগতভাবে জার্ড (GERD) বলে।

বিশ্বে প্রায় ২০% থেকে ৩০% মানুষ এসিডজনিত বুক জ্বালা পুড়া সমস্যায় ভুগে থাকে।

লক্ষণঃ

  • বুকের মাঝ বরাবর জ্বালা পোড়া অনুভব করা যা গলা ছড়িয়ে পরে। (Heartburn)
  • তলপেটে ব্যথা।
  • খাবার গিলতে ব্যথা অনুভব
  • ত্বক স্বাদ যুক্ত ঢেঁকুর আসবে।
  • খাদ্যনালীতে খাবার জমাট অনুভূত হবে।
  • আসবে।

 চিকিৎসা:

  এই ধরনের উপসর্গ জনিত রুগীকে ধূমপান বন্ধ করতে হবে। তেল,চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে।

ব্যথানাশক যেমন এসপিরিন NSAID খাওয়া যাবে না। তাৎক্ষণিক অধিকমাত্রায় এসিজনিট উপসর্গ থাকলে এসিড নিরোধক জাতীয় খেতে হবে।

ক. মেগালড্রেট  সেমিথিকন যুক্ত সিরাপ খেতে হবে। যেমন: syp MAGACIL PLUS (মেগাসিল প্লাস) ২০০ মিলি ।

মাত্রা: খাবার আধাঘন্টা পরে ১-২ চামচ দৈনিক ৩-৪ বার। অথবা রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ সেবন করবে।

TAB. FINIX (ফিনিক্স) ২০মিগ্রা

মাত্রা:দিনে  ১-২ টা ট্যাবলেট খাবার আগে বা পরে যেকোন । অথবা রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে।

সূত্র: অপসোনিন ফার্মা 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

তারুণ্য ধরে রাখবেন যেভাবে

তারুণ্য ধরে রাখার কৌশল

মুসলিমবিডি২৪ডটকম  অকাল বার্ধক্য থেকে মুক্তি পাওয়া ও তারুণ্য ধরে রাখার কৌশল অনেকেই দেখবেন অল্প বয়সেই …

Powered by

Hosted By ShareWebHost