عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ قَالَ : أُحَدِّثُكُمْ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَّسُولِ اللهِ لَا يُحَدِّثُكُمْ أَحَدٌ بَعْدِي أَنَّهُ سَمِعَهُ مِنْ رَّسُولِ
الله قَالَ: قَالَ رَسُولُ اللهِ : إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ : أَنْ يُرْفَعَ العِلْمُ وَيَظْهَرَ الجَهْلُ وَيَفْشُوَ الزِّنَا ، وَتُشْرَبَ الخَمْرُ،
وَيَكْثُرَ النِّسَاءُ، وَيَقِلَّ الرِّجَالُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةٌ قَيْمْ وَاحِدٌ وَفِي البَابِ عَنْ أَبِي مُوسَى وَأَبِي هُرَيْرَةَ وَهُذَا
حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত। তিনি বলেন :
আমি তোমাদের এমন একটি হাদীস শুনাচ্ছি, যা আমি রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি।
আমার পরেও এমন কেউ তোমাদেরকে এ হাদীসটি
রিওয়ায়াত করতে পারবে না, যে সরাসরি তা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছে। তিনি বলেন: কিয়ামতের আলামত হল- ইলম উঠিয়ে নেওয়া
হবে, অজ্ঞতার প্রকাশ ঘটবে, যিনা বিস্তার লাভ করবে, মদ্যপান করা হবে, নারীদের আধিক্য ঘটবে, পুরুষের
সংখ্যা হ্রাস পাবে। এমনকি পঞ্চাশজন মহিলার মাত্র একজন তত্ত্বাবধায়ক থাকবে। ইমাম আবু ঈসা তিরমিযী
রহ. বলেন : এ বিষয়ে আবূ মূসা এবং আবূ হুরাইরা রাযি. থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান সহীহ।
একটি প্রশ্ন : কিয়ামতের অনেক আলামত থেকে এ হাদীসে বিশেষভাবে এ পাঁচটির কথা উল্লেখ করা হয়েছে কেন?
উত্তর: এখানে বিশেষভাবে এগুলোকে উল্লেখ করার কারণ হল, এখানে ইঙ্গিত করা হয়েছে- যে কয়টি বিষয়
ঠিক থাকলে মানুষের দ্বীন-দুনিয়া উভয়টি সচল ও প্রাণবন্ত থাকে, কিয়ামতের পূর্বে সে সব কয়টিই ক্ষতিগ্রস্ত হয়ে
পড়বে। যেমন- ইলম উঠে যাওয়ার ফলে অজ্ঞতা আর মূর্খতার প্রভাবে দীন ক্ষতিগ্রস্ত হয়। মদ্যপানের কারণে
মানুষের বিবেক ক্ষতিগ্রস্ত হয়। ব্যভিচারের কারণে বংশধারা ক্ষতিগ্রস্ত হয়। অধিক ফিৎনার কারণে মানুষের
জান-মালের নিরাপত্তা বিঘ্নিত হয়। হাদীসে এগুলোর কথা উল্লেখ করে বুঝানো হয়েছে, যখন এ সবকিছুই বিপর্যস্ত
হয়ে পড়বে, তখন কিয়ামত এসে যাবে।