Home / কিয়ামত / কিয়ামতের আলামত

কিয়ামতের আলামত

()

কিয়ামতের আলামত

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ قَالَ : أُحَدِّثُكُمْ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَّسُولِ اللهِ لَا يُحَدِّثُكُمْ أَحَدٌ بَعْدِي أَنَّهُ سَمِعَهُ مِنْ رَّسُولِ

الله  قَالَ: قَالَ رَسُولُ اللهِ : إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ : أَنْ يُرْفَعَ العِلْمُ وَيَظْهَرَ الجَهْلُ وَيَفْشُوَ الزِّنَا ، وَتُشْرَبَ الخَمْرُ،

وَيَكْثُرَ النِّسَاءُ، وَيَقِلَّ الرِّجَالُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةٌ قَيْمْ وَاحِدٌ وَفِي البَابِ عَنْ أَبِي مُوسَى وَأَبِي هُرَيْرَةَ وَهُذَا

حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত। তিনি বলেন :

আমি তোমাদের এমন একটি শুনাচ্ছি, যা আমি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি।

আমার পরেও এমন কেউ তোমাদেরকে এ হাদীসটি
রিওয়ায়াত করতে পারবে না, যে সরাসরি তা রাসূলুল্লাহ

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছে। তিনি বলেন: কিয়ামতের হল- ইলম উঠিয়ে নেওয়া

হবে, অজ্ঞতার ঘটবে, বিস্তার করবে, মদ্যপান করা হবে, দের আধিক্য ঘটবে, ের

সংখ্যা হ্রাস পাবে। এমনকি পঞ্চাশজন মহিলার মাত্র একজন তত্ত্বাবধায়ক থাকবে। ইমাম আবু ঈসা তিরমিযী

রহ. বলেন : এ বিষয়ে আবূ মূসা এবং আবূ হুরাইরা রাযি. থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান সহীহ।

একটি প্রশ্ন : কিয়ামতের অনেক আলামত থেকে এ হাদীসে বিশেষভাবে এ পাঁচটির কথা উল্লেখ করা হয়েছে কেন?

উত্তর: এখানে বিশেষভাবে এগুলোকে উল্লেখ করার কারণ হল, এখানে ইঙ্গিত করা হয়েছে- যে কয়টি বিষয়

ঠিক থাকলে মানুষের দ্বীন-দুনিয়া উভয়টি সচল ও প্রাণবন্ত থাকে, কিয়ামতের পূর্বে সে সব কয়টিই িগ্রস্ত হয়ে

পড়বে। যেমন- ইলম উঠে যাওয়ার ফলে অজ্ঞতা আর মূর্খতার প্রভাবে দীন ক্ষতিগ্রস্ত হয়। মদ্যপানের কারণে

মানুষের বিবেক ক্ষতিগ্রস্ত হয়। ব্যভিচারের কারণে বংশধারা ক্ষতিগ্রস্ত হয়। অধিক ফিৎনার কারণে মানুষের

জান-মালের নিরাপত্তা বিঘ্নিত হয়। হাদীসে এগুলোর কথা উল্লেখ করে বুঝানো হয়েছে, যখন এ সবকিছুই বিপর্যস্ত

হয়ে পড়বে, তখন কিয়ামত এসে যাবে।

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

কিয়ামতের আলামত চাপাবাজি প্রতিযোগিতা

কিয়ামতের আলামতঃ চাপাবাজি প্রতিযোগিতা

(মুসলিমবিডি২৪ডটকম) শরীয়ত সম্মত পন্থায় সম্পদ উপার্জনে দোষের কিছু নাই।জজ,উকিল,ও ব্যরিস্টারগন এ নিয়মেই বেতনভুক্ত চাকুরী করে …

Powered by

Hosted By ShareWebHost