(মুসলিমবিডি২৪ডটকম)
crave গোয়ালাবাজার, ভালোবাসা এবং ভালোলাগার একটি প্রতিষ্ঠান। স্নেহের Nurul mottakin nayef
এর পরিচয়ে গত ২৮/৮/২৪
তারিখে গিয়েছিলাম আমার ভাতিজাকে spoken এ ভর্তি
করার জন্য। এর আগে তাদের সাথে দু-তিন দিন ফোনে কথা হয়েছে। তাদের সাথে ফোনে কথা বলা বা কেয়ার
করার বিষয়টাও ছিল অন্যরকম। অবশেষে ২৬/৮/২৪ ইসায়ী রবিবার ফোনে জানালেন যে, ২৮ তারিখ থেকে
তাদের spoken এর একটি নতুন ব্যাচ শুরু হবে। কথা অনুযায়ী যখন ভাতিজাকে নিয়ে তাদের প্রতিষ্টানে গেলাম
তখন তাদের কেয়ার করাটা ছিল সত্যিই অবিশ্বাস্য। ভর্তির ব্যাপারে অনেক তথ্য জিজ্ঞেস করা হয়নি; সেগুলো
জিজ্ঞেস করলাম। অফার সম্পর্কে বিভিন্ন তথ্য কালেক্ট করলাম। ভাতিজাকে ভর্তি করিয়ে ক্লাসে পাঠালাম। প্রায়
এক ঘণ্টা তাদের প্রতিষ্টানে অবস্থান করলাম। আলহামদুলিল্লাহ! পরিচ্ছন্ন পরিবেশ, পরিষ্কার লেনদেন
অভিভাবকদের দায়সারাভাব নয় এমন কেয়ার করার বিষয়টাও ঈর্ষণীয়। তাদের সাথে টুকটাক কিছু কথা হলো।
শেষে একজন স্যার ভাতিজাকে একটি ব্যাগ গিফট করলেন যদিও ব্যাগের অফারটি অনেক আগেই শেষ হয়ে
গিয়েছিল।পরিশেষে বলতে চাই, এমন প্রতিষ্টান যুগ যুগ ধরে ঠিকে থাকুক। তাদের সেবাসমুহ ছড়িয়ে যাক বিশ্ব
ব্যাপি।