(মুসলিমবিডি২৪ডটকম)
বাংলাদেশের মানুষের কাছে ড. ইউনুস এখন একটি আশার নাম ভরসার নাম। মানুষ তার দিকে চেয়ে আছে।
তিনি তাদেরকে স্বীয় গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবেন। তাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিবেন। আগামীর
বাংলাদেশকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিবেন। তিনি বাংলাদেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। ইতিমধ্যে
তার সাথে কাজ করার জন্য বিভিন্ন দেশ বিবৃতি দিয়েছে। তাদের আশা তিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে
পারবেন। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে পারবেন।
বিগত ১৫ বছরে নির্বাচনের মধ্যে যে অনিয়ম হয়েছে, যেখানে কোনো প্রধান বিরোধী দল ছিল না, সেই সমস্ত
অনিয়মকে দূরীভূত করে একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন।বাংলাদেশের মানুষ আশা করছে, যেভাবে
বিশ্ববাসী বাংলাদেশের দিকে চেয়ে আছে, সুধরাণা পোষণ করছে, তিনি বাংলাদেশ এবং বিশ্বের মানুষের সেই চাহিদা
আকাঙ্ক্ষা পূরণ করেতে সক্ষম হবেন।