(মুসলিমবিডি24ডটকম)
আর মাত্র দুই থেকে তিন দিনের অপেক্ষায় আছে সেই ফজিলত পূর্ণ জিলহজ্জ চাঁদের প্রথম ১০দিন। তাই খুব সংক্ষেপে তুলে ধরা হয়েছে, উক্ত দিনগুলিতে করার মত
৭টি গুরুত্ব ও ফজিলতপূর্ণ আমল।
১) বেশি বেশি তাওবা পড়া।
২) ফরয ও নফল নামাজ সমূহ বেশি পরিমাণ এবং গুরুত্ব সহকারে আদায় করা।
৩) নয়টি নফল (সিয়াম) রোজার মধ্যে যতোটা সম্ভব রোজা রাখা।
৪) খুব বেশি পরিমানে *সুবহানাল্লাহ* ,
*আলহামদুলিল্লাহ* , *লা-ইলাহা ইল্লাল্লাহ,আল্লাহ* *আল্লাহু-আকবার* পড়া। এ ছাড়াও অন্য বেশি বেশি আল্লাহর যিকির করা।
৫) আরাফার দিন (ঈদুল আযহার আগের দিন) রোজা রাখা।
৬) তাকবীরে তাশরিক, চাঁদের শুরু থেকে অধিকাংশ সময় পড়তে থাকা।
বিশেষ করে ৯ই জিলহজ ফজর থেকে ১৩ই জিলহজ আসার পর্যন্ত দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে সালাম ফেরানোর পর
পুরুষগণ উচ্চস্বরে এবং মহিলারা নিম্ন আওয়াজে এক বার পড়া ওয়াজিব।
৭) ১০ই জিলহজ ঈদুল আযহা নামাজের পর কুরবানি করা সহ উক্ত দিনের সুন্নত সমূহ পালন করা।
_কুরআন শরীফের একাধিক আয়াত সহ ছিয়া সিত্তাহ হাদিস মিলিয়ে ১৫টি স্থান থেকে এই আমল গুলি সংগ্রহ করা হয়েছে।
জিলহজ্জ চাঁদ, কুরবানি, সহ আরও কিছু জানার থাকলে লেখকের সাথে যোগাযোগ করবেন 7872115887 what’s app
লেখক: মাওঃ মনোয়ার রহমান । ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া।