Breaking News
Home / কুরবানী / জিলহজ্ব মাসের প্রথম দশ দিনের ফযীলতপূর্ণ কিছু আমাল

জিলহজ্ব মাসের প্রথম দশ দিনের ফযীলতপূর্ণ কিছু আমাল

(বিডি24ডটকম)

জিলহাজ মাসের প্রথম ১০ দিনের ফজিলতপূর্ণ কিছু আমল

আর ত্র দুই থেকে তিন দিনের অপেক্ষায় আছে সেই ফজিলত পূর্ণ জিলহজ্জ চাঁদের প্রথম ১০দিন। তাই খুব সংক্ষেপে তুলে ধরা হয়েছে, উক্ত দিনগুলিতে করার মত

৭টি ও ফজিলতপূর্ণ

 

১) বেশি বেশি তাওবা পড়া।

 

২) ফরয ও ন সমূহ বেশি পরিমাণ এবং গুরুত্ব সহকারে আদায় করা।

 

৩) নয়টি নফল (সিয়াম) রোজার মধ্যে যতোটা সম্ভব রোজা রাখা।

 

৪) খুব বেশি পরিমানে *সুবহানাল্লাহ* ,

*আলহামদুলিল্লাহ* , *লা-ইলাহা ইল্লাল্লাহ,* *আল্লাহু-আকবার* পড়া। এ ছাড়াও অন্য বেশি বেশি আল্লাহর যিকির করা।

 

৫) আরাফার দিন (ঈদুল আযহার আগের দিন) রোজা রাখা।

 

৬) তাকবীরে তাশরিক, চাঁদের শুরু থেকে অধিকাংশ পড়তে থাকা।

বিশেষ করে ৯ই জিলহজ ফজর থেকে ১৩ই জিলহজ আসার পর্যন্ত দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে সালাম ফেরানোর পর

পুরুষগণ উচ্চস্বরে এবং রা নিম্ন আওয়াজে এক বার পড়া ওয়াজিব।

 

৭) ১০ই জিলহজ ঈদুল আযহা নামাজের পর কুরবানি করা সহ উক্ত দিনের সুন্নত সমূহ পালন করা।

_কুরআন শরীফের একাধিক আয়াত সহ ছিয়া সিত্তাহ হাদিস মিলিয়ে ১৫টি স্থান থেকে এই আমল গুলি সংগ্রহ করা হয়েছে।

 

জিলহজ্জ চাঁদ, কুরবানি, সহ আরও কিছু জানার থাকলে লেখকের সাথে যোগাযোগ করবেন 7872115887 what's app

লেখক: মাওঃ মনোয়ার রহমান । ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 01303721460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

কোরবানির ফজিলত

কোরবানির ফজিলত

( মুসলিমবিডি২৪ডটকম) নির্ভরযোগ্য হাদিসের কিতাবাদি অধ্যায়ন করলে কোরবানির যে সমস্ত ফজিলত পাওয়া যায় তা হল:- …

Powered by

Hosted By ShareWebHost