Breaking News
Home / ইসলাম ধর্ম / ধ্বংসস্তূপের নিচে কোরআনে করিমের যে আয়াত ভেসে উঠে উদ্ধাকর্মীর চোখে

ধ্বংসস্তূপের নিচে কোরআনে করিমের যে আয়াত ভেসে উঠে উদ্ধাকর্মীর চোখে

(মুসলিমবিডি২৪ডটকম)

ভূমিকম্পের পর কুরআনুল কারীমের আয়াত চোখে ভেসে আসে।

তুরু্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর কোন এক ভবনের ধ্বংসস্তুপের নিচে

টুকরো টুকরো হয়ে যাওয়া পবিত্র কুরআনুল কারীমের যে পৃষ্ঠাটি দেখা যাচ্ছে

তাতে লেখা আছে নিন্মোক্ত বাণীসমূহ-

 

وَكَمْ قَصَمْنَا مِن قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَأَنشَأْنَا بَعْدَهَا قَوْمًا آخَرِينَ

 

আমি জনপদের ধ্বং সাধন করেছি যার অধিবাসীরা ছিল পাপী এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি।

 

فَلَمَّا أَحَسُّوا بَأْسَنَا إِذَا هُم مِّنْهَا يَرْكُضُونَ

 

অতঃপর যখন তারা আমার আযাবের কথা টের পেল, তখনই তারা েখান থেকে পলায়ন করতে লাগল।

 

لَا تَرْكُضُوا وَارْجِعُوا إِلَى مَا أُتْرِفْتُمْ فِيهِ وَمَسَاكِنِكُمْ لَعَلَّكُمْ تُسْأَلُونَ

আলেমদের কথার বিরোধীতা করলে কবরে কি কি শাস্তি হতে পারে

পলায়ন করো না এবং ফিরে এস, যেখানে তোমরা বিলািতায় মত্ত ছিলে ও তোমাদের আবাসগৃহে; সম্ভবত; কেউ তোমাদের জিজ্ঞেস করবে।

قَالُوا يَا وَيْلَنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ

 

তারা বললঃ হায়, দুর্ভোগ আমাদের, আমরা অবশ্যই পাপী ছিলাম।

 

فَمَا زَالَت تِّلْكَ دَعْوَاهُمْ حَتَّى جَعَلْنَاهُمْ حَصِيدًا خَامِدِينَ

চোখে দেখা কবরের আযাব

তাদের এই আর্তনাদ সব সময় ছিল, শেষ আমি তাদেরকে করে দিলাম যেন কর্তিত শস্য ও নির্বাপিত অগ্নি।

 

[ুরা আল আম্বিয়া: ১১-১৫]

উমর (রা.)-এর পবিত্র বানী সমূহ

ভূমিকম্প কেন আসে

বর্ণিত আছে, জমিনে বান্দার গুনাহের মাত্রা যখন ীমাহীন বেড়ে যায়,তখন আসমান জমিনের অসীম দয়ার মালিক,

তার বান্দাদের ্ক করার জন্য ভূমিকম্প নামে একটি সতর্ক বাণী পাঠান। যেন বান্দা সতর্ক হয়ে সকল পাপ ছেড়ে দিয়ে দিকে ফিরে আসে।

ففرو الي الله اني لكم منه نذير مبين

Muhammad Abdullah Afjal        Contact For WhatsApp 01303721460

About আবদুল্লাহ আফজাল

আমি মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল ২০১২ সনে হিফজ সম্পন্ন করি। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স)সম্পন্ন করি ২০২০ সনে। ইসলাম সম্পর্কে জানতে ও জানাতে পছন্দ করি তাই; Muslimbd24.comকে মাধ্যম হিসাবে ব্যবহার করি। এবং দৈনিক ইসলামী বিভিন্ন লিখা সেখানে প্রকাশ করি। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার:০১৩০৩৭২১৪৬০ ইমেইল:hafijafjal601@gmail.com আমার সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

সল্পমুল্যে ডিজিটাল সবজি কাটার মেশিন

Muslim BD 24.com এই সবজি কাটার/চপার দিয়ে আপনি খুব পেঁয়াজ, মরিচ, শাকসবজি কুচি করতে পারবেন …

Powered by

Hosted By ShareWebHost