Breaking News
Home / ইসলাম ধর্ম / ইসলামী রাষ্ট্র মানেই হাত কাটা নয়

ইসলামী রাষ্ট্র মানেই হাত কাটা নয়

(বিডি২৪ডটকম)

ইসলামী রাষ্ট্র মানেই হাত কাটা নয়

করলে খরচাপাতি আছে। হাসপাতালে জন্মগ্রহণ করলে হাসপাতালের বিল দিতে হয়,

ওষুধপত্র কিনতে হয়, ৬ স হলে বাজার থেকে দুধ, সেরেলাক, ডায়পার কিনতে হয়। ের জন্য আলাদাভাবে খরচ করাটা সব েই ছিলো।

 

মধ্যবিত্ত পরিবারগুলো সন্তান জন্মের আনন্দ সন্তান জন্মগ্রহণ করলে খরচাপাতি আছে।

 

হাসপাতালে জন্মগ্রহণ করলে হাসপাতালের বিল দিতে হয়, ওষুধপত্র কিনতে হয়, ৬ মাস হলে বাজার থেকে দুধ, সেরেলাক, ডায়পার কিনতে হয়।

 

নবজাতকের জন্য আলাদাভাবে খরচ করাটা সব যুগেই ছিলো।

 

মধ্যবিত্ত পরিবারগুলো সন্তান জন্মের আনন্দে যেমন খুশি হয়, তেমনি খরচের মনে পড়লে কপালে র ভাঁজ পড়ে।

 

বাবাকে তখন ‘ওভারটাইম' কাজ করতে হয়। যারা আগে থেকে টাকা য়েছে, তারা তখন টাকা তুলে খরচ করে।

 

ইসলামের স্বর্ণযুগে সন্তানের মা-বাবাকে এমন চিন্তা করতে হতো না। তখন প্রত্যেক নবজাতকের জন্য অর্থ বরাদ্দ ছিলো।

 

শুধু ‘অর্থমন্ত্রণালয়ে' (বায়তুল মাল) জানাতে হতো। বাড়িতে ‘ভাতা' চলে আসতো।

 

উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় একেকজন নবজাতকের জন্য ১০০ দিরহাম বরাদ্দ ছিলো।

 

নবজাতকের বাবা -তাবেয়ীগণ এই ১০০ দিরহাম দিয়ে চাইলে ৮ টি ভেড়া কিনতে পারতেন।

 

সেই অনুসারেও যদি ে এই প্রথাটা চালু হতো, তাহলে প্রত্যেক নবজাতক দুনিয়াতে আসার সাথে সাথে অন্তত ৮০,০০০ টাকা পেতো!

 

খিলাফত, ইসলামি রাষ্ট্র মানেই শুধু চোরের হাত কাটা নয়।

 

ইসলামের স্বর্ণালী যুগে রাষ্ট্রের জনকল্যাণমুখী দিকগুলো এতো বিস্তৃত ছিলো, এতো চমৎকার ছিলো, বর্তমান সময়ে তথাকথিত অনেক রাষ্ট্রে এমন সুবিধা নেই।

 

তথ্যসূত্র:

ড. আলী সাল্লাবী, উমর ইবনুল খাত্তাব: ১/৪৮৭

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 01303721460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

সুন্নত তরিকায় নখ কাটা

সুন্নাহ পদ্ধতিতে নখ কাটুন

(মুসলিমবিডি24ডটকম) প্রতিটা মানুষকেই সুস্থতা ও পবিত্রতা অর্জনের জন্য নখ কাটতে হয়। আসুন আমরা এই নখ …

Powered by

Hosted By ShareWebHost