Breaking News
Home / তাওহীদ / জ্ঞানের কল্যাণ অকল্যাণ

জ্ঞানের কল্যাণ অকল্যাণ

(বিডি২৪ডটকম)

জ্ঞানের কল্যাণ অকল্যাণ

কা'ব ইবনে আশরাফ ছিল বিশিষ্ট ইহুদি পন্ডিত। তে বিশ্বাস পোষণ করত এবং তার ইবাদত বন্দেগি করত। কিন্তু তার মন মস্তিষ্ যখনই রৈপিক

কামনা-বাসনার বিশ্বাস চেপে বসল। তখন সে মুসলমানদের বিরুদ্ধে কোরাইশদের সাথে ঐক্যবদ্ধ হতে পরোচিত হয়। কোরাইশরা তার সাথে

ঐক্যজোট করার জন্য শর্ত আারোপ করল যে, তাকে আমাদের দেব-দেবির সামনে সেজদা করতে হবে। সে তা মেনে নিল। এখানে লক্ষণীয় বিষয় হলো

যে তার ধর্মীয় জ্ঞান থাকা সত্ত্বেও তার উপর সে করলো না, নিজ জীবনে বাস্তবায়িত করলো না। েই সে নিজের ধর্মের বিরুদ্ধে স্বীয় স্বার্থ

বাস্তবায়িত করলো বটে কিন্তু নিজের ধর্ম বিশ্বাসকে ঠিক রাখার জন্য তাদের থেকে পৃথক হয়ে যাওয়া পছন্দ করলো না। এতে প্রতিমান হচ্ছে যে শুধু

কিতাব সম্পর্কিত এলেম বা জ্ঞান থাকাটাই কল্যাণ, অমঙ্গল করা হতে বিরত রাখতে পারে না। যে পর্যন্ত না যথার্থভাবে তার অনুসরণ করা হবে এবং যে

পর্যন্ত না হীন প্রার্থিব লোভ-লালসা ও কামনা বাসনাকে পরিপূর্ণরূপে বর্জন করতে পারবে। তা না হলে মানুষ তার ধর্ম হেন প্রিয় বস্তুকে রৈপিক কামনা

বাসনার বলিতে পরিণত করা থেকে বাঁচতে পারবে না। ইিংকালেও কোন কোন লোক এমন রয়েছে যারা জৈবিক ও রাজনৈতিক স্বার্থ ও ্দেশ্য

সাধনের জন্য স্বীয় সত্য মতকে অতি সহজে বর্জন করে বসে এবং ধর্ম বিবর্তিত বিশ্বাস ও মতবাদকে ইসলামের ছদ্মবরণে উপস্থিত করার যথাসাধ্য চেষ্টা

করে। না তাদের মনে আল্লাহর সাথে প্রদত্ত প্রতিশ্রুতির কোন পরোয়া থাকে আর না থাকে আখেরাতের কোনরকম ভয় ভীতি। বস্তুতঃ এ

সবকিছু সত্য সঠিক মতবাদকে বর্জন করে শয়তানের ইঙ্গিতে চলার পরিণতি।

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

ঈমানের পরিচয় ও তাঁর প্রকার

ঈমানের পরিচয়

ঈমানের পরিচয় ও তাঁর প্রকার  ১ম পর্ব ১ .ঈমানের আভিধানিক অর্থ বিশ্বাস ও সত্যায়ন করা,যেমন …

Powered by

Hosted By ShareWebHost