Breaking News
Home / ইসলাম ধর্ম / বার্ধক্যের আগে তারুণ্যের গুরুত্ব দিতে কেন বলেছেন প্রিয় নবীজী স.

বার্ধক্যের আগে তারুণ্যের গুরুত্ব দিতে কেন বলেছেন প্রিয় নবীজী স.

(২৪ডটকম)

বার্ধক্যের আগে তারুণ্যের গুরুত্ব দিতে কেন বলেছেন প্রিয় নবীজী স.

বিয়ে করার বাসনা লালন করেছিলাম। বিয়ে হলো। কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝলাম। এটাতো পূর্ণতা না।

সাংসারিক পূর্ণতা আসে ে।সন্তান আসলো। পিতা হলাম।আবার বুঝলাম। এই ছোট গৃহে সংকুলান হচ্ছেনা।

 

কাজ বাড়িয়ে দিলাম। পরিশ্রমের কমতি নেই।স হলাম। ছোট এ্যাপার্টমেন্ট ছেড়ে বড় বাড়িতে ওঠলাম। সন্তানদের কোলাহল। চারপাশ মুখরিত।

 

সময় যায়। দ্রুত যায়। বছরগুলো যেন ঝরাপাতার মতো পড়তে থাকে। ।এই উন্মাতাল সমূদ্রে অরের সময় কই।

এতো পরিশ্রমে শারীরিক শ্রান্তিতে অবসাদ আসতে লাগল

 

এখন, দেখি। এই অবসরে একেবারে একা। চারপাশে কেউ নেই। কেউ পাতা হয়ে ঝরে গেছে। কেউ মেঘ হয়ে ওড়ে গেছে।

কেউ একেবারে তারা হওয়ার আগেই তারা হয়ে গেছে। আমি মোহের মায়ায়- সময়ের খেয়ায় দৌড়ে দৌড়ে জীবনটা খুইয়েছি।

 

অথচ, আসল জিনিসটাই বুঝি নাই । যা বুঝার জন্য বারবার নবী সাঃ তাগাদা দিয়েছিলেন। বলেছিলেন- ব্যস্ততার আগে অবসরের, বার্ধ্যকের আগে তারুণ্যের, হওয়ার আগে সুস্থতার , খরচের আগে মিতব্যয়িতার আর মৃত্যুর আগে জীবনের ত্ব দিতে। 

 

কিছুদিন আগে একটা ছবি দেখলাম। লায়ন অব ডেজার্ট। ওমর মুখতারের জীবন কাহিনী।

বিশবছর ফ্যাসিস্ট মুসোলিনির বিরুদ্ধে লিবিয়ার স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে যার ফাঁসী হয়।

ওমর মুখতার ছাত্রদের তালিম দিয়ে বলছেন- পবিত্র কোরআনে কেন আল্লাহ রাব্বুল আলামিন পাল্লার কথা বলেছেন?

ছাত্ররা বলে -কেন?

ওমর মুখতার বলেন- পাল্লা হলো ব্যালেন্স। আর ব্যালেন্স না থাকলে সব কিছু পড়ে যায়।

সবকিছুই একটা ব্যালেন্সের মধ্যেই দাঁড়িয়ে আছে।  কি একটা গভীর তাৎপর্যময় কথা।

 

জীবন চালাতে গেলে- সংসার থাকবে, জীবিকা থাকবে। সব ছেড়ে দিয়ে একেবারে সন্যাস হলে চলবেনা।

ব্যালেন্সটা ঠিক করতে হবে। আর এই ব্যালেন্স ঠিক রাখতে গিয়ে দুনিয়ার পাল্লা একটু গড়বড়ে হয়ে গেলেও,

খেয়াল রাখতে হবে- আখেরাতের পাল্লাটা যেন সবসময় ঠিক থাকে। এটাই স্থায়ী এবং আসল।

আর দুনিয়াটা- এক শুণ্যে ভাসা বাবল। বাবলের চাকচিক্য এই আছে এই নাই। জীবনটাও এমন। নিঃশ্বাস এই আছে- এই নাই।

 

লিখেছেন-আরিফ মাহমুদ

আরো পড়ুনঃ

রজব মাসে নবীজির আমল, নবীজী (সা.)-এর অপমানে মুসলমানদের করণীয়, হিন্দুদের সাথে যুদ্ধের বিষয়ে নবীজী সা:সাহাবাদের কি বলেছিলেন আপনি জানেন কি

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost