(মুসলিমবিডি২৪ডটকম)

লজ্জাস্থানের আশ পাশ পরিষ্কার করা পুরুষ মহিলা উভয়ের জন্য মুস্তাহাব। তবে লোম নাশক ঔষধ ব্যবহার করাও জায়েজ আছে।
পুরুষের জন্য ব্লাড ক্ষুর বা দাড়ালো জিনিস দ্বারা পরিষ্কার করা উত্তম, কেননা লুকা ব্যবহারের দ্বারা পুরুষের যৌন ক্ষমতার বৃদ্ধি পায়।
নাভির নিচের পশমের পরিমাণ
নাভির নিচের প্রসব পরিষ্কারের সীমারেখা হলো নাভির গেট থেকে নিয়ে দুই রানের জোড়া সহ লজ্জাস্থানের আশেপাশের যতটুকু সম্ভব হয় মুন্ডানো মুস্তাহাব।
পেশাব পায়খানার চতুর্পাশের প্রথম পরিষ্কার করা উত্তম যতটুকু সহজের সাথে পরিষ্কার সম্ভব ততটুকু পরিষ্কার করা শ্রেয়।
কেননা আল্লাহ তায়ালা কাউকে তার সাধ্যের বাইরে কোন কাজ করার আদেশ দেন না।
নাভির নিচের পশম পরিষ্কারের জায়গা খুবই স্পর্শকাতর স্থান
নাভির নিচের প্রশ্ন যতটুকু পরিষ্কার করা সম্ভব ততটুকু পরিষ্কার করবে। আর এই ব্যাপারে খুব বেশি সতর্ক হওয়া চাই কেন না এই জায়গাটা খুব স্পর্শকাতর স্থান।
সামান্য ভুলের কারণে অনেক বেশি মাশুল দিতে যেন না হয়। এমনিভাবে প্রসাদ পায়খানার জায়গা গুলো খুব সতর্কতার সাথে পরিষ্কার করা চাই যাতে কোন ধরনের ক্ষতি না হয়।
সাদা দাড়ি ওয়ালা মানুষ জাহান্নামে যাবে না, সাদা দাড়ি আল্লাহর নিকট অধিক সম্মানী, দাড়ি রাখার বৈজ্ঞানিক উপকারিতা
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

