(মুসলিমবিডি২৪ডটকম)
এক যুবক ইন্তেকালের পূর্বে নিজের আমলকে কেন্দ্র করে খুবই চিন্তিত ছিল।
কারণ তার আমল কেমন ভালো ছিল না। ওই যুবক মৃত্যুর পূর্বে তার আত্মীয়-স্বজনদের শেষ অসিয়ত করে গেল
“সে বলল আমার মৃত্যুর পর যখন গোসল শেষ করে কাফনের কাপড় পরাবে তখন আমার দাড়িতে সামান্য কিছু আটা ছিটিয়ে দিবে।
সুতরাং আত্মীয়-স্বজন ওসিলত অনুযায়ী মৃত্যুর পর এমনটি করলেন।
কিছুদিন পর কেউ তাকে স্বপ্নে দেখলে কবরে তার সুয়াল জুয়াব হচ্ছে, তাকে জিজ্ঞেস করা হলো তুমি এমনটি কেন করলে?
তখন ওই যুবক উত্তরে বলল হে দয়াময় আল্লাহ তোমার সামনে পেশ করার মত আমার তেমন কোনো ভালো আমল ছিল না?
আর এ কারণেই আমার শাস্তির ভয় ছিল আর আমি তো তোমার প্রিয় রাসূলের একটা হাদিস শুনেছিলাম।
“আল্লাহ তায়ালা সাদা দাড়িওয়ালা মুসলমানকে শাস্তি দিতে লজ্জা বোধ করেন।”
তাছাড়া আমিতো দাড়ি সাদা হওয়ার সৌভাগ্য হয়নি। রে আমি আল্লাহ আমি আপনার শাস্তির ভয়ে এমনটি করেছি যাতে আপনি আমাকে ক্ষমা করে দেন।
আল্লাহতালার পক্ষ থেকে এলান এলো যাও আমি তোমাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ।