Home / ইসলাম ধর্ম / ইমাম মালেক রহ. এর শিক্ষক নির্বাচন

ইমাম মালেক রহ. এর শিক্ষক নির্বাচন

(মুসলিমবিডি২৪ডটকম)

ইমাম মালেক রহ এর শিক্ষক নির্বাচন

ইমাম মালেক রহমাতুল্লাহি আলাইহি এর জামানায়, প্রত্যেক ইমামেরই অসংখ্য শায়খ বা শিক্ষক থাকতো।

এটা তারা গৌরবের এবং ের বিষয় মনে করতেন। কিন্তু ইমাম মালেক রহমাতুল্লাহ ছিলেন এর ব্যতিক্রম।

তিনি শায়েখের সংখ্যা আধিক্যকে গৌরবের বিষয় মনে করতেন না। সাহাবাদের শেষ হওয়ার পর, তবে ঈদের যুগ শুরু হল।

একটা ছিল দ্বিতীয় শ্রেষ্ঠ যুগ। তখন কার জন্য সাধারনের চরিত্র ছিল নিষ্কলুষ।

অন্তর ছিল পবিত্র, মিথ্যা বলা পাপ মনে করত। তথাপি এ বলা যাবে না যে, তখনকার দিনে মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করবে না এমন লোক ছিল না।

তদ্রুপ এমন লোক ও বিরল ছিল না যারা অন্যদেরকে নিজেদের মত সরল সত্যবাদী মনে করে যে কারো রেওয়ায়াত গ্রহণ করতেন।

নিজেদের অজ্ঞতাতেই তারা মিথ্যার আশ্রয় বনে যেতেন। এমন অসংখ্য রেওয়ায়েতকারী দেখা দিল।

দাড়ি না রাখার অপকারিতা,হাফেজে কুরআনের মর্যাদা

About নঙ্গে আসলাফ আফজাল

আমি মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল ২০১২ সনে হিফজ সম্পন্ন করি। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স)সম্পন্ন করি ২০২০ সনে। ইসলাম সম্পর্কে জানতে ও জানাতে পছন্দ করি তাই; Muslimbd24.comকে মাধ্যম হিসাবে ব্যবহার করি। এবং দৈনিক ইসলামী বিভিন্ন লিখা সেখানে প্রকাশ করি। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার:০১৩০৩৭২১৪৬০ ইমেইল:hafijafjal601@gmail.com আমার সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

স্বল্পমূল্যে ক্রয় করুন আমির আল উদ আতর

(MuslimBD24.com) ?Amir Al Oud ( আমির আল অউদ) ? আতরটির বৈশিষ্ট্যঃ নাম আমির আল উদ …

Powered by

Hosted By ShareWebHost