Breaking News
Home / ইসলাম ধর্ম / হাফেজে কুরআনের মর্যাদা

হাফেজে কুরআনের মর্যাদা

(২৪ডটকম)

হাফেজের মর্যাদা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক তার দের কুরআন হেফজ করার ভিত্তিতে প্রাধান্য দিতেন।

গায়েরে হাফেজের তোলনায় হাফেজদেরকে অগ্রাধিকার দিতেন। তিনি কোন অভিযানে সেনা-দল াবার সময় বলে দিতেন,

ليؤمكم اكثركم قرانا তোমাদের মধ্যে যার কুরআন হিফজ আছে, সে যেন তোমাদের নামাজে ইমামিমতি করে।

যখন শহীদ সাহাবীদের লাশ একত্রিত করা হতো, তখন তিনি কবর দিতে গিয়ে নিজ হাতে যার কোরআন বেশি জানা থাকতো তাকে প্রথমে কবরে রাখতেন।

ব্যক্তি যতটুকু কোরআন মুখস্ত করত ততটুকু বিয়ের মহর সাব্যস্ত করতেন

يقتل لصاحب القران اقرأ ورتق ورتل كما كنت ترتل فى الدنيا فإن منزلك عند آخر آية تقرأها

কুরআন অধিকারী কে বলা হবে, কোরআন পড়ো এবং চড়, আর তারতিলের সঙ্গে পাঠ করো।যেমন দুনিয়াতে তার থেকে সঙ্গে পাঠ করতে।

কেননা তোমার অ্থান সেখানেই যেখানে তোমার আয়াত পড়া শেষ হবে।

হাফেজে কুরআনের গুরুত্ব ও মর্যাদা অপরিসীম

আমরা দেখতে পাচ্ছি যে ৬-৭ বছরের কচিকাঁচা বাচ্চারা স্বল্প সময়ে কোরআনে কারীমের ৩০ পারা মুখস্ত করেছেন ও মুখস্ত রাখছেন।

লক্ষ লক্ষ শিশুর সি মধ্যে কুরআন আজ সংরক্ষিত আছে।কেউ কি পারবে তা মুছে ফেলতে?

তাদের ফজিলত ে এক হাদিসে এসেছে, একজন হাফেজী কোরআন জাহান্নামের ১০ জন ব্যক্তিকে সুপারিশ করে বেহেশতে নিতে পারবে।

শিক্ষকের মর্যাদা ও কর্তব্য

শিক্ষকের বীরত্ব

হিফজ বিভাগের ছাত্রদেরকে কতটুকু প্রহার করা নীতি পরিপন্থি

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost