Home / ইসলাম ধর্ম / সহজে সবক মুখস্ত হওয়া কিছু সহায়ক পরামর্শ।

সহজে সবক মুখস্ত হওয়া কিছু সহায়ক পরামর্শ।

(মুসলিমবিডি২৪ডটকম)

দ্রুত পড়া মুখস্ত করার কৌশল

কেউ যদি গুনাহ থেকে বেঁচে থাকে, এবং আশাবাদী হয়ে সঠিক পদ্ধতিতে পড়ালেখা অব্যাহত রাখে, তাহলে তার পড়া স্মরণ না থাকার কোন কারণ নেই।

উচ্চস্বরে উচ্চারণ করে পড়বে, বিরতি দিয়ে পড়বে, অর্থ ও তাৎপর্য বুঝে পড়বে, সর্বোপরি মনোযোগের সাথে পড়বে।

প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে বসবে, চেষ্টা করবে পরার স্থান ও জন্য একই থাকে, তাহলে সৃষ্টি হবে সহজ মনোযোগ ছন্দ।

মুখস্ত হওয়ার বিশ্বাসের সাথে পড়বে যে, আমার প্রান মুখস্থ হবেই, মুখস্ত হওয়া গায়ের জুড়ের বিষয় নয়।

এটা মনের বিষয়, তাই মনে থাকার আত্মবিশ্বাস ও লাগবে। আর আল্লাহর কাছে সর্বদা দোয়া করবে, তাহলে পড়া মুখস্ত অবশ্যই হবে ইনশাআল্লাহ।

মেধা জন্মগত না অর্জিত

মেধা সম্পর্কে কেউ বলেছেন মেধা জন্মগত। আবার কেউ কেউ বলেছেন মেধা অর্জিত। অতীতে এমন বহু আকাবীর অতিবাহিত হয়েছেন,

প্রথম দিকে যাদের স্মরণ শক্তি একদম ছিল না, আবার থাকলেও চিল নেহায়েত কম। অনেক আকাবিদের জীবনে এমন হয়েছে যে,

স্মৃতিশক্তির দুর্বলতার কারণে তাদেরকে একই জামাতে কয়েকবার থাকতে হয়েছে।

অতএব আমরা ধরে নেব মেধা জন্মগত কিন্তু তাকে কাজে লাগাতে হয় নিজের অর্জন করে।

আল-মাফাজ ট্রাভেলস এন্ড ট্যুরস ,হাফেজে কুরআনের মর্যাদা,পড়া মুখস্থ করার সর্বোত্তম সময় ও স্থান

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

সকল কাজে আলহামদুলিল্লাহ

সকল কাজে আলহামদুলিল্লাহ

(মুসলিমবিডি২৪ডটকম) সুখে-দুঃখে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিৎ। সুখের কাজে আল্লাহর শুকরিয়া আদায় করার …

Powered by

Hosted By ShareWebHost