Home / ইসলাম ধর্ম / পাপের শাস্তি

পাপের শাস্তি

(মুসলিমবিডি২৪ডটকম)

পাপের শাস্তি

পাপের কারণে ইলম থেকে বঞ্চিত থাকতে হয়। রোজগারে বরকত হয় না। ইবাদতে মন বসে না। নেককারদের সংসর্গ ভালো লাগে না। অনেক সময়

কাজে বিভিন্ন রকমের বাধা এসে দাঁড়ায়। অন্তর অপরিষ্কার হয়। হৃদয়ে ময়লা জমে যায়। সাহস হ্রাস পায়। এমনকি মনের দুর্বলতার কারণে অনেক সময়

শরীর দুর্বল হয়ে পড়ে। মনে আনন্দ থাকে না। নেক কাজ ও ইবাদত বন্দেগী হতে বঞ্চিত থাকে। তওবা করার সুযোগ হয় না। পাপ করতে করতে শেষে পাপ

কাজের প্রতি ঘৃণার ভাব দূর হয়ে যায় বরং ভালো বলে মনে হতে থাকে। এমন হওয়া খুবই দুর্ভাগ্যের আলামত! আল্লাহ পাকের কাছে লাঞ্চিত ও

অপমানিত হয়। অনেক সময় পাপের কারণে অন্যান্য লোক এমনকি জীবজন্তুরও দুঃখ-কষ্ট ভোগ করতে হয়। পরে তাদের বদ দোয়া ও অভিশাপে

পতিত হতে হয়। জ্ঞান বুদ্ধি ক্রমশঃ লুপ্ত হতে থাকে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে তার প্রতি লানত পড়তে থাকে। ফেরেশতাদের

দোয়া হতে বঞ্চিত হয়ে যায়। দেশে ফসলাদির উৎপাদন হ্রাস পায়। হায়া-শরম কমে যায়। আল্লাহ পাক যে কত বড় ক্ষমতাশীল সে খেয়াল হৃদয় থেকে

দূর হয়ে যায়। আল্লাহ তাআলার নিয়ামত ক্রমশঃ কমতে থাকে। নানা রকম আপদ-বিপদ, বালা মুসিবতে ঘিরে ধরে। শয়তান তার ওপর শয়তানি

প্রভাব বিস্তার করে। মন অস্থির থাকে। মউতের সময় মুখ দিয়ে কালেমা উচ্চারিত হয় না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। অবশেষে তওবা না

করেই মৃত্যুবরণ করে। (বেহেশতি জেওর ১/২৮-২৯)

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

সকল কাজে আলহামদুলিল্লাহ

সকল কাজে আলহামদুলিল্লাহ

(মুসলিমবিডি২৪ডটকম) সুখে-দুঃখে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিৎ। সুখের কাজে আল্লাহর শুকরিয়া আদায় করার …

Powered by

Hosted By ShareWebHost