(মুসলিমবিডি২৪ডটকম)
হযরত খিজির আঃ এর তক্তিতে লিখিত সাতটি উপদেশ
হাফেজ ইবনে হাজার আসকালানী রহঃ মুনাব্বেহাত নামক গ্রন্থে লিখেন, হযরত ওসমান রাঃ হতে বর্ণিত আছে যে,
খিজির আঃ ভগ্ন দেয়ালের নিচ হতে এতিম ছেলেদের জন্য যে সম্পদ বাহির করেছিলেন উহা ছিল একটি স্বর্ণের পাত। উহাতে নিম্নলিখিত সাতটি লাইন ছিল,
(১) আমি আশ্চর্যবোধ করি ঐ ব্যক্তির উপর, যে মৃত্যুকে নিশ্চিত ভাবে জানিয়াও কেমন করে হাসে?
(২) আমার আশ্চর্য লাগে ঐ ব্যক্তির উপর, যে ইহা জানে যে, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, তবুও সে কেমন করে দুনিয়ার দিকে আকৃষ্ট হয়?
(৩) আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর, যে উহা জানে যে, সবকিছুই আল্লাহর তরফ হতে নির্দিষ্ট হয়ে আছে।
(অর্থাৎ তকদির কে বিশ্বাস করে) তবুও তাহার কোন জিনিস হাসিল না হইলে কেন আফসোস করে?
(৪) আমার আশ্চর্য লাগে ঐ ব্যক্তির উপর, যাহার আখেরাতে হিসাব দেওয়ার উপর পূর্ণ বিশ্বাস আছে। তবুও সে ধন-সম্পদ জমা করে?
(৫) আমি আশ্চর্য বোধ করি ঐ ব্যক্তির উপর, যে জাহান্নামের আগুন বিশ্বাস করে তবুও সে কেমন করে গুনাহ করে?
(৬) আমি আশ্চর্যবোধ করি ঐ ব্যক্তির উপর, যে আল্লাহ পাক কে জানে। তবুও সে কি করিয়া অন্য জিনিসের আলোচনা করে?
(৭) আমার আশ্চর্য লাগে ঐ ব্যক্তির উপর, যে বেহেশতের সুখ শান্তির কথা জানে তবুও সে কি করিয়া দুনিয়ার কোন জিনিস দ্বারা শান্তি পায়?