Home / বেহেস্ত / আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল

আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল

(মুসলিমবিডি২৪ডটকম)

আমলের ফল নিয়তের উপর

ের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল অনেক কাজ বাহ্যিক দৃষ্টিতে ইহকালীন,

কিন্তু নিয়তের বিশুদ্ধতার কারণে হয়ে যায় পরকালীন।

তদ্রুপ অনেক কাজ দৃশ্যত পরকালীন, কিন্তু নিয়তের অশুদ্ধতার কারণে হয়ে যায় ইহকালীন।

জ্ঞান অর্জনের উদ্দেশ্য হওয়া চাই, সন্তুষ্টি ও পরকালীন সাওয়াব।

নিজের ও অন্য সকল অজ্ঞদের অজ্ঞতা দুর করা এবং দ্বীন প্রতিষ্টা করা।

দুনিয়ার কোন সম্পদ বা সম্মান করার উদ্দেশ্যে দ্বীনি ইলম করবে না।

আল্লাহ তাওফীক দান করুন।আমিন।

আরো পড়ুনঃ

নেক সন্তান জন্ম দানে আমাদের কি লাভ, কোরআন ও হাদিসের আলোকে নেককার রমণীর ৭ গুন, যে তিনটি আমল করলে মৃত্যুর পরও নেকী পেতে থাকবেনঃনঙ্গে আসলাফ আফজল

About নঙ্গে আসলাফ আফজাল

আমি মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল ২০১২ সনে হিফজ সম্পন্ন করি। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স)সম্পন্ন করি ২০২০ সনে। ইসলাম সম্পর্কে জানতে ও জানাতে পছন্দ করি তাই; Muslimbd24.comকে মাধ্যম হিসাবে ব্যবহার করি। এবং দৈনিক ইসলামী বিভিন্ন লিখা সেখানে প্রকাশ করি। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার:০১৩০৩৭২১৪৬০ ইমেইল:hafijafjal601@gmail.com আমার সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Leave a Reply

Powered by

Hosted By ShareWebHost