Home / বিবাহ/শাদী / নারীরা কোন ধরনের পুরুষ কে বেশি পছন্দ করে

নারীরা কোন ধরনের পুরুষ কে বেশি পছন্দ করে

(মুসলিম বিডি টোয়েন্টিফোর ডটকম)

নারী কোন ধরনের পুরুষদেরকে বেশি পছন্দ করেন

প্রিয় পাঠক/পাঠিকা

আজ আমি আপনাদের নিকট এমন একটি বিষয় শেয়ার করব,

যা কিছু কিছু বিশেষজ্ঞের মতে সঠিক তবে অধিকাংশ ক্ষেত্রেই এরকম হয়না।

এক কথায় যার প্রতি যে জোড়া রেখেছেন, সে তাকেই পাবে।

পছন্দ অপছন্দের ব্যাপারে এই দিকগুলা বেশি লক্ষ্য করা হয়।

১/ বলিষ্ঠ ও ুস্বাস্থ্যের অধিকারী যুবক।

২/ুন্দর গাত্র বিশিষ্ট, সুমিষ্ট হাসি মুখ, ও সুদর্শন যুবক।

৩/ ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ।

৪/ যার মধ্যে আত্মবিশ্বা আছে।

৫/ বিনয়ী, ভদ্র, াহসী মনোভাব পোষণ করে এমন পুরুষকে নারীরা বেশি পছন্দ করেন।

৬/ লাজুক, পরিশ্রমি, ইতিবাচক চিন্তাশীল, ের হেফাজত করে এমন পুরুষ কেও নারীরা বেশি পছন্দ করে।

৭/ বেকার নন, নারীর ভরণপোষণের দায়িত্ব নিতে পারে, অন্যের টাকায় চলে না এমন পুরুষকে নারীরা বেশি পছন্দ করে।

৮/ সুশিক্ষিত, আবেগি নয় এমন পুরুষকেও নারীরা বেশি পছন্দ করে।

৯/ ভালো বংশের, নেশাগ্রস্ত নয়, নামাজী, পরহেজগার, মুত্তাকী পুরুষকে দ্বীনদার নারীরা পছন্দ করে।

১০/ মেয়েলি স্বভাব নয় পুরুষত্ব আছে এমন গভীর কন্ঠের অধিকারী।

১১/ নারীর মন জয়কারী এমন রসিকতা করতে পারে এমন পুরুষ।

১২/ নারীর চেয়ে বয়সে বড় পুরুষ।

সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর তাকওয়া আছে যার মধ্যে তাকেই সবচাইতে বেশি পছন্দ করে যে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে,

নারীদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় না লাজুক এরকম পুরুষকে নারীরা বেশি পছন্দ করে।

উপরে যা বর্ণনা করা হলো এগুলো বিজ্ঞানসম্মত মানুষের অন্তরের অবস্থান।

সাধারণত নারীরা এরকম পুরুষকেই বেশি পছন্দ করে থাকেন।

কিন্তু বিয়ের ব্যাপারে রব্বুল আলামীন যার সাথে জোড়া রেখেছেন তাকেই করতেই হবে।

রাব্বুল আলামীন আমাদেরকে দ্বীনদার স্বামী-স্ত্রী মিলিয়ে দিক আমিন।

আরো পড়ুন✓

পুরুষরা কোন ধরনের নারীদের বেশি পছন্দ করে

About নঙ্গে আসলাফ আফজাল

আমি মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল ২০১২ সনে হিফজ সম্পন্ন করি। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স)সম্পন্ন করি ২০২০ সনে। ইসলাম সম্পর্কে জানতে ও জানাতে পছন্দ করি তাই; Muslimbd24.comকে মাধ্যম হিসাবে ব্যবহার করি। এবং দৈনিক ইসলামী বিভিন্ন লিখা সেখানে প্রকাশ করি। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার:০১৩০৩৭২১৪৬০ ইমেইল:hafijafjal601@gmail.com আমার সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

বিবাহের সুন্নত

বিবাহের সময় যা যা পালনীয়

(মুসলিমবিডি২৪ডটকম) বিয়ে-শাদীর সুন্নত।  এক. বিয়ে -শাদী সম্পূর্ণ সাদাসিধে হওয়া।তাতে সব ধরনের লৌকিকতা এবং বাহুল্যতা বর্জন করা। …

Powered by

Hosted By ShareWebHost