Breaking News
Home / বান্দার হক / বান্দার হক যা আদায় করা ফরজ

বান্দার হক যা আদায় করা ফরজ

বান্দার হক

 

(মুসলিমবিডি২৪ডটকম)

 

বান্দার হক যা করা ফরয

আল্লাহর হর পর যার হক,সে তো ের হক।

 

মানুষের হক আদায় নিয়ে গাফিলতি আছে যার,

রবের সামনে একদিন দাঁড়ানোর ভয় হয় না কি তার?

 

অন্যের হক আত্মসাৎ করছো তুমি,

 

প্রস্তুত থেকো কাল কিয়ামতের দিন গলায় নিতে হবে সাত তবক

সামান্য ভারী জিনিস বহন করতেই ঘাড়ের ব্যথায় করো তুমি ছটফট,

 

ভেবে দেখছো কি, সাত তবক জমিন গলায় নিয়ে তোমাকে পারি দিতে হবে কতোই না কষ্টের পথ?

বোনের হক সমাজে অবহেলিত এক হকের -বোনের হক,

 

বোনের প্রাপ্য সম্পদ না দিয়ে ভাই হয়ে যায় ঠক।

বোন বেচারী বলতে পারে না কিছু, ভাইয়ের ভয়ে,

কে জানে ভাই বেচারা দেয় কিনা সম্পর্ক ছিন্ন করে।

সম্পর্ক হারানো যখন ভয়,

নিজের হক দাবি করা তখন কী আর মন কয়!

নিজের প্রাপ্য সম্পদ নিতে না পেরে বোনের যায় বুকটা ফেটে,

 

 

হক নিয়ে ভাই বেচারার াসীনতা দেখে তার যায় বছরের পর বছর কেটে।

 

 

তবুও একটি কথাও বের হয় না ঠোঁট দুটো মেলে।

 

 

আহ! বোন বেচারী হয়তো অভাবের সংসারে করছে কতো কষ্ট,

 

 

নিজের পাওনাটুকু পেয়ে গেলে সংসারে অভাব লাঘবের চিন্তায় কতো রাতের ঘুম হচ্ছে নষ্ট।

 

 

বোন চিন্তা করে কিভাবে বলবে ভাইকে দিয়ে দাও আমার হক,

 

ভাই যদি রাগান্বিত স্বরে বলে উঠে, হক, কিসের হক!

 

থাকা খাওয়াতেই কি মিটছে না তোমার শখ?

 

ভাই তো সে, যে ডেকে বোনকে বলে কী বলো বোন আমার,

 

তুমি তোমার হক নিয়ে চিন্তা করো না আর,

 

তুমি নিয়ে যাবে তোমারই অধিকার।

 

নিতে তোমার অধিকার,

কথা দিলাম পাশে থেকে সবকিছু করে যাবো যা যা তোমার দরকার।

 

তোমার হক নিচ্ছো না দেখে হচ্ছে আমার কনসার্ন,

 

বোন আমার, নিয়ে তোমার হক করো আমায় ইহসান।

 

চাই না আমি অন্যের হক নিজে ভোগ করে যেতে,

 

চাই তো আমি হক আদায় করে এসব থেকে মুক্তি পেতে।

 

খুশিমনে দিয়ে দিলে বোনের হক

আল্লাহ বাড়িয়ে দিবেন সম্পদে বরকত।

 

অন্তরে ঢেলে দিবেন এমন এক শান্তি

 

বিশ্বাস করো, দূর করে দিবেন তোমার অন্তরের সকল ক্লান্তি।

 

বোন তার নিজের হক পেয়ে,

রবের কাছে দোয়া করিবে অশ্রু জড়িয়ে।

 

বলিবে, হে মাবুদ! ভাই আমার করেছে ইনসাফ,

 

তুমি তার করে দিয়ো সমস্ত মাফ।

 

মাবুদ গো! ভাই আমাকে ঠকিয়ে করে নি অবিচার,

 

সে যেন দুনিয়াতে সময় পেয়ে যায় ন্যায়বিচার।

 

বোনের হক আদায় করে করেছে সে এহসান,

 

তার জন্য তুমি রেডি রাখিও েরও একটি বাগান।

 

ও ভাই আমার! অন্যের হক মেরে তুমি করছো তাদের প্রতি অবিচার,

 

এই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে গেলে কয়েক ঘন্টা পর

 

তুমিই তো হতে যাচ্ছো পোকামাকড়ের খাবার।

 

বিষয়টি নিয়ে একবারও কি তোমার ভাবনায় দেয় না নাঁড়া,

 

নিজেদের হক না পেয়ে আর কতো যুলুমের স্বীকার হবে তারা?

 

ভাই রে! কবরে তো পারবে না নিয়ে যেতে সম্পদ,

 

তাই শুধু শুধু অন্যের হক নষ্ট করে কেনো তুমি ডেকে আনছো নিজেরই বিপদ।

 

তুমি কি জানো না কতো ভয়ঙ্কর কবরের চাপ,

 

পারবে কি সহ্য করিতে জাহান্নামেরই উত্তাপ?

 

কিয়ামতের দিন একদল মানুষ উঠিবে নিয়ে আমলের পাহাড়,

 

মানুষের হক দিতে দিতে বড়ো করুণ অবস্থা হবে তাহার।

 

আপসোসের স্বরে বলবে, হায়! এ কী হলো আমার এখন।

কতো ভালো হতো মানুষের হক যদি দিয়ে দিতাম তখন।

জেনে রেখো, মানুষের হক মেরে খায় যারা,

জাহান্নামের অগ্রিম টিকেট বুকিং করে রাখে তারা।

তার মতো কপালপোড়া আর কে হতে পারে যে হয়ে যায় জান্নাত হারা,

জান্নাত হারাতে না চাইলে মানুষের হক নিয়ে থাকি যেন সচেতন আমরা।

হক আদায়ে মানুষের প্রতি হও না যদি তুমি সহায়,

মনে রেখো, কাল কিয়ামতের দিন তুমিই হবে সবচেয়ে বড়ো অসহায়।

তাই এখন থেকে হক নিয়ে হয়ে যাও সচেতন,

না হয় এয় হবেই হবে তোমার নিকৃষ্ট পতন।

About Muhammad abdal

আমি মুহাম্মদ আব্দুর রহমান আবদাল।দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেছি ২০২১ ইংরেজি সনে । লেখালেখি পছন্দ করি।তাই সময় পেলেই লেখতে বসি। নিজে যা জানি তা অন্যকে জানাতে পছন্দ করি,তাই মুসলিমবিডি ওয়েব সাইটে লেখা প্রকাশ করি। ফেসবুকে ফলো করুন👉 MD ABDALツ

Powered by

Hosted By ShareWebHost