Breaking News
Home / চিকিৎসার উত্তম পন্থা / কিছমিছ কিভাবে খাবেন

কিছমিছ কিভাবে খাবেন

(২৪ডটকম)

কিসমিস কিভাবে খাব 

আসুন জেনে নেই,  কীভাবে খাবো এবং কিসমিস খাওয়ার উপাকারিতা কি?

 

১।খাবারের স্বাদ বাড়ায় ও স্বাস্থ্যের জন্য উপকারী।

আমরা বাঙ্গালিরা খু খাদ্য রসিক মানুষ।

খাবারকে নানাভাবে সাজিয়ে খেতে খুব ভালোবাসি।

আমরা মিষ্টান্ন হিসেবে পায়েস,পোলাও,কোরমা রান্না করে থাকি।

এবং বিভিন্ন ভাবে পরিবেশন করি।

এই কিসমিস ইরাক, ইরান, পাকিস্তান ও ভারতে বেশি জন্মে থাকে।

আমরা রান্নার স্বাদ দ্বিগুন জন্যে

এবং খাবার পরিবেশনের জন্যেও অনেক সময় কিসমিস ব্যবহার করে থাকি।

সাধারণত আঙ্গুরকে শুকিয়ে কিসমিস তৈরি করা হয়।

 

ভেজানো কিসমিসের পানির আরো উপকারীতে রয়েছে।

যাদের মের ও পেটের সমস্যা রয়েছে,

তারা এই কিসমিস ভেজানো পানি খেলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

এছাড়াও ভেজানো কিসমিসে থাকে পটাশিয়াম যা হার্টকে ভালো রাখে

ও কোলেস্টেরল এর সমস্যা থেকে দূরে রাখে।

 

সকালে খালি পেটে কিসমিস খাওয়ার উপকারিতা

পাতলা বীর্যকে ঘন করে,শুক্রানুর পুষ্টি সরবরাহ করে।

এবং অনেক মহিলাদের রক্তস্বল্পতার সমস্যা রয়েছে,

তারা চাইলে কিসমিস ভিজিয়ে পানি খেতে পারেন।

কেননা কিসমিসে রয়েছে কার্বোহাইড্রেট।

তাই ডাক্তারেরা কিসমিস ভেজানো পানি খাওয়ার পরামর্শ দেন।

কেননা এতে লিভার ও কিডনির সমস্যা ও দূরিভূত হয়।

 

এই কিসমিস বিশেষ করে মহিলাদের জন্যে খুবই উপোযোগী।

মহিলাদের বিশেষ কিছু খাদ্য উপাদানের ঘাটতি থাকে আয়রন, রক্তস্বল্পতা।

এই কিসমিসের ভেজানো পানি নিয়মিত খেলে আমাদের রক্তসঞ্চালনের যেসকল সমস্যা রয়েছে,

যেমন পেশি সংকুচিত হয়ে যাওয়া সেই সকল সমস্যা থেকেও সমাধান পাওয়া যায়।

 

যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে অর্থাৎ রক্তে সোডিয়ামের পরিমাণ যখন বেড়ে যায়,

তখন উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়।

এই কিসমিস নিয়মিত খেলে তা ধীরে ধীরে রক্তে সোডিয়ামের পরিমাণ কমায়।

এতে রক্তচাপের সমস্যা থেকে ও মুক্তি পাওয়া যায়।

 

শুধু খাবারের রক্ষার্থে কিসমিস না আমাদের দৈনন্দিন পুষ্টি গুণের ঘাটতি রক্ষার্থে ও এই কিসমিসের ভূমিকা অনেক।

এছাড়া যারা শুধু কিসমিস খেতে পারেন না তারা চাইলে দিয়ে খেতে পারেন।

এতে আপনার শরীরে পুষ্টিগুণাগুণ ও সঠিক থাকলো।

 

কিসমিসের ওজন অনুযায়ী তার কিছু নির্দিষ্ট খাদ্য উপাদান রয়েছে।

যেমন এতে প্রোটিন রয়েছে ৩%, ডায়েট ফাইবার রয়েছে ৩.৭%–৬.৮%, শর্করা রয়েছে ৭২%, আর বেশিরভাগই হলো ফ্রুক্টোজ।

তাই কিসমিস আমাদের নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারি।

 

কিসমিস খাওয়ার সঠিক নিয়ম

উপরোক্ত নিয়মাবলী ও উপকারিতা থেকে আমরা জানলাম

ভেজানো কিসমিস খাওয়ার গুরুত্ব।

একে ভেজানো হয় কেননা এটি একটি চুপসানো শুকনো

এটি সোনালী বাদামী রঙের হয়ে চুপসে থাকে।

তাই রাতে ২কাপ পানি কয়েকট কিসমিস দিয়ে সারারাত ভিজিয়ে রাখবেন,

দেখবেন এর রঙ গাঢ় হবে আর যতো গাঢ় হবে ততোই উপকারি।

পরের দিন সকালে পানি টাকে ছেঁকে নিয়ে হালকা আঁচে গরম করে খালি পেটে খেয়ে নিন।

এবং আধা ঘন্টা পর অন্যান্য খাবার খান।

এতে অতি শীঘ্রই বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন।

এবং নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

সুস্থ থাকতে দৈনিক কতটুকু হাটা জরুরি

সুস্থ থাকার জন্য দৈনিক কতটুকু হাটা জরুরি

(মুসলিমবিডি২৪ডটকম) হাঁটা এমন একটি ব্যায়াম যা সব বয়সের জন্যই চলে। এর উপকারিতাও অনেক। নিয়মিত হেঁটেই …

Powered by

Hosted By ShareWebHost