(মুসলিমবিডি২৪ডটকম)
পবিত্র কোরআন সাত মঞ্জিলে বিভক্ত,
আমিরুল মু’মিনিন হজরত উসমান গনী রা. শুক্রবারে আরম্ভ করে বৃহস্পতিবারে কজতম শেষ করতেন।
এভাবেই সাত দিনে সাত মঞ্জিল নির্ধারিত হয়।
পূর্ববর্তী আইম্মাগন এই সাত মঞ্জিলের পরিচয় নির্ধারণ করার জন্য সাতটি হরফ নির্ধারণ করেন।
প্রত্যেক হরফ দ্বারা মঞ্জিল আরম্ব বুঝে নিবেন
- ف দ্বারা সুরা ফাতেহা হতে সুরা নিসার শেষ পর্যন্ত।
- م দ্বারা সুরা মায়িদাহ হতে সুরা তাওবা শেষ পর্যন্ত।
- ي দ্বারা সুরা ইউনুস হতে সুরা নাহল এর শেষ পর্যন্ত।
- ب দ্বারা বানী ইসরাইল হতে সুরা ফুরক্বান পর্যন্ত।
- ش দ্বারা শুয়ারা হতে ইয়াসিন পর্যন্ত।
- و দ্বারা ওয়া সসাফাত হতে হুজুরাত পর্যন্ত।
- ق দ্বারা সুরা ক্বাফ হতে নাস পর্যন্ত।
এভাবে সাত মঞ্জিলে কোরআন শরিফ খতম করার অনেক ফজিলত রয়েছে।
আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন।
আরো পড়ুন বিসমিল্লাহ ও দুরূদ অশুদ্ধ বা অসম্পূর্ণ বলা ও লেখা, দ্রুত বিয়ে হওয়ার আমল