(মুসলিমবিডি২৪ডটকম)
সুখ ও সুখের উপকরণ
সুখ আর সুখের উপকরণ দুটি ভিন্ন বিষয়। সুখ-শান্তির উপকরণ দ্বারা সুখ শান্তি অর্জন করা জরুরি নয়। শান্তি আল্লাহর দান।
আজ আমরা সুখ শান্তির উপকরণকে সুখ শান্তি হিসেবে আখ্যায়িত করছি।
হয়তো বহু টাকা পয়সার অধিকারী তুমি, তবে ক্ষুধা লাগলে এ টাকা পয়সা খেতে পারবে কি? বস্ত্রের প্রয়োজন হলে এ টাকা পয়সা পরতে পারবে কি?
গরম অনুভূত হলে এ টাকা পয়সা তোমাকে ঠান্ডা করতে পারবে কি?
মুলত টাকা পয়সা সত্তাগতভাবে সুখ শান্তি নয়। সরাসরি তার মাধ্যমে সুখ শান্তি ক্রয় করা ও যায় না।
যদি তুমি টাকা দিয়ে সুখ শান্তির উপকরণ খরিদ ও কর বটে। যথা আরাম আয়েশের জন্য খাদ্যসামগ্রী,
ভালো কাপড় কিনলে কিংবা গৃহসজ্জার সামগ্রী কিনলে তবেই কি সুখ শান্তি এসে যাবে?
মনে রাখবে, এসব আসবাবপত্র সংগ্রহ করলেই সুখ শান্তি চলে আসবে না। কারণ কারো কাছে আরাম আয়েশের সব উপকরণ হয়তোবা আছে,
কিন্তু ট্যাবলেট ব্যতীত মিয়া সাহেবের নিদ্রা আসে না। তাহলে বিলাসবহুল বিছানাপত্র,
এয়ার কন্ডিশন কক্ষ, চাকর, পিয়ন সবকিছুই আছে, কিন্তু ঘুম আছে কি? শান্তি পাচ্ছে কি?
আরেক ব্যক্তি হয়তোবা তার গৃহের ছাদটি ও পাকা নয়, টিনশেড বাড়ি। খাট নেই এবং মাটির বিছানাতে ঘুমায়।
এক হাত মাথার নিচে রেখেই তাকে ঘুমাতে হয়, কিন্তু কত আরামে তার ঘুম এসে যায়। টানা আট ঘণ্টা ঘুমিয়ে সকালবেলা জেগে উঠে।
বলুন, কার মাঝে শান্তির চিহ্ন পেয়েছেন? একজনের কাছে আরাম আয়েশের সব উপকরণ আছে, কিন্তু শান্তি নেই।
আর ঐ মজদুরের কাছে আরাম আয়েশের কোন উপকরণ ছিল না, তবে শান্তি ছিল। মনে রাখবেন, বিলাস সামগ্রী সংগ্রহ করার পিছনে হয়তো লেগে গিয়েছ।
মগ্ন হয়ে গিয়েছ অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায়। তবে ভালো করে বুঝে নাও,
বিলাস সামগ্রী হয়তো সংগ্রহ করতে পারবে, কিন্তু শান্তি লাভ করতে পারবে না।
আরো পড়ুন 👇
সুস্থ থাকার জন্য দৈনিক কতটুকু হাটা জরুরি, শুধু ঔষধ উপর নির্ভর করে সুস্থ হতে চাওয়া বোকামি
Ma sha Allah
hmm