Breaking News
Home / কুরবানী / কোরবানি কত প্রকার ও কী কী?

কোরবানি কত প্রকার ও কী কী?

(মুসলিমবিডি২৪ডটকম)

কোরবানি কত প্রকার ও কী কী?

কোরবানি প্রথমত দুই প্রকার। (১) ওয়াজিব ও (২) মুস্তাহাব। অতঃপর ওয়াজিব আবার চার প্রকার।যথা:- (এক) মান্নতের কোরবানি অর্থাৎ কেউ

কোরবানির মান্নত করলে সে ধনী হোক বা গরীব তার পক্ষে কোরবানি দেওয়া ওয়াজিব। (দুই) ওসিয়ত কৃত কোরবানি অর্থাৎ কোন মৃত ব্যক্তি

ওসিয়ত করে গেলে এবং সেই পরিমাণ সম্পদ রেখে গেলে ওয়ারেসিন এর পক্ষে সেই কোরবানি আদায় করা ওয়াজিব। (তিন) কোন গরিব লোক

কোরবানির নিয়তে কোনো পশু ক্রয় করলে তার পক্ষে তা কোরবানি দেওয়া ওয়াজিব। (চার) মুসলমান নারী বা পুরুষ প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিস্কের

অধিকারী হয়ে নেসাবের মালিক হলে এবং মুসাফির না হলে তার পক্ষে এক অংশ কোরবানি দেওয়া ওয়াজিব। এই ওয়াজিব চার প্রকারের বাইরে যত

কোরবানি হবে সবই মুস্তাহাব। নোট:- মান্নত ও ওসিয়াতকৃত কোরবানির গোশত গরীব মিসকিনদের বন্টন করে দিয়ে দিতে হবে। এছাড়া অন্যান্য

কোরবানির গোশত নিজে এবং আত্মীয়-স্বজন সবাই খেতে পারবে। অপ্রাপ্ত বয়স্ক সন্তান এবং মস্তিস্ক বিকৃত লোক যদি নেসাব পরিমাণ মালের

মালিক হয় তাহলে তাদের ব্যাপারে নির্ভরযোগ্য ফতুয়া হলো তাদের পক্ষে কোরবানি দেওয়া আবশ্যক নয়। তাদের অভিভাবকের পক্ষে তাদের

মালামাল থেকে কোরবানি দেওয়াও জায়েয হবে না। তবে অভিভাবকগণ নিজেদের অর্থ-সম্পদ দ্বারা তাদের পক্ষ থেকে কোরবানি দিতে পারবে।

আরও পড়ুন:-

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

ইদের নামাজে ইমাম সাহেব অতিরিক্ত তিন তাকবির দেওয়ার পরে জামাতে শরিক হলে তার হুকুম কী

(মুসলিমবিডি২৪ডটকম)  প্রশ্নঃ উভয় ঈদের নামাজে যেহেতু অতিরিক্ত ছয় তাকবীর করে বলা ওয়াজিব। তাই যদি কোন …

Powered by

Hosted By ShareWebHost