Breaking News
Home / চিকিৎসার উত্তম পন্থা / জাপানীদের দীর্ঘজীবনের রহস্য

জাপানীদের দীর্ঘজীবনের রহস্য

দীর্ঘকাল বাচার ইতিহাস

মুসলিমবিডি২৪ডটকম 

(IKIGAI) জাপানীদের দীর্ঘজীবনের রহস্য।

 

ওকিনাওয়া ের জাপানের একটি দ্বীপে এক লাখ মানুষের মধ্যে গড়ে ২৪.৫৫ জনের বয়স ১০০ বছরের

 

জাপানের ওগিমি নামের গ্রাম ের দীর্ঘ বয়সীদের গ্রাম হিসাবে পরিচিত।

 

দীর্ঘজীবনের এই রহস্য উম্মোচনে গিয়ে ইকিগাই আজ এত পরিচিতি পেয়েছে।

 

সংক্ষেপে ইকিগাই মানে হল,আপনার Passion, Misson, Profession এবং Vocation এর সম্মিলিত ফল।

 

মানে আপনি যে টি করতে দক্ষ, যেটিকে আপনি আবার খুবই ভালোেন,

 

যে কাজটি বিশ্বের কল্যানে অত্যন্ত গুরুত্বপূর্ন এবং সেটিই আপনার প্রফেশন ( যেটা আপানার জীবিকা)।

 

What you Love, What you are Good at, What you can be Paid for, What the world Needs.

 

আমার ক্ষেত্রে, আমি মানুষকে সুস্থ হতে সাহায্য করতে এবং তাদের থেকে মুক্তি পেতে দেখতে,

 

তাদের সুস্থ Lifestyle এ আনতে ভালোবাসি, দীর্ঘদিন আমি এ কাজটি করাতে আমি দক্ষ এবং অভিজ্ঞ,

 

এটাই আমার Profession মানে রুটি রুজি, আর বিশ্বের সকল মানুষের কল্যানে লাগে আমার এই কাজটি।

 

মোট ১০টি পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণঃ

1. কখনও অবসরে যাবেন নাঃ আমি দেখেছি অবসরে গেলে অনেক রোগ এসে বাসা বাঁধে,

তাই সব সময় কাজের ভেতর থাকার চেষ্টা করবেন, আমার জীবনের শেষদিন আমার কাজটি যেন চালিয়ে যেতে পারি, হাটতে হাটতে কবরে যাওয়া।

2. পেট ভরে না খাওয়া অন্ততঃ পেটের ২০ ভাগ খালি রাখা, ্ হল ২৫ ভাগ খালি রাখা

3. Relax থাকার চেস্টা করা কাজে চাপ না নেওয়া তাড়াহুড়া না করে ধীর সুস্থে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া

4. অলস না হয়ে Active থাকা ব্যায়াম এবং কায়িকশ্রমের সাথে থাকা।

5. ভালো সঙ্গী দ্বারা নিজেকে পরিবেষ্টিত রাখা (Toxic লোক থেকে দুরে থাকা)

6. সব সময় হাঁসি খুশী থাকার চেষ্টা করা , হাঁসি দিয়ে আপনার পক্ষে বিশ্বজয় করা সম্ভব

7. প্রকৃতির সাথে থাকা (Always reconnect with nature)

8. সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ্ বলা, সবাইকে বেশি বেশি ধন্যবাদ দেয়া

9. Presence এ থাকা প্রতিটি মুহুর্তকে ভালোবাসা, অতীত নিয়ে কোন আফসোস না রাখা, আর আপনি জানেন না তাই যেটা আপনার করণীয় সেটাতে ফোকাস করা জরুরী ।

10. সব শেষে নিজের IKIGAI (ইকিগাই) কে খুঁজে নেয়া এবং সেটাকেই আকড়ে ধরে থাকা। এই ইকিগাই আপনাকে বাঁচতে প্রেরনা যোগাবে।
আরো পড়ুন👇
আমরা জীবনের সহজ বিষয়গুলো বুঝি না কেন 

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

চিকিৎসা করবেন যেভাবে

বিশেষজ্ঞের মতে বিশেষ অঙ্গের চিকিৎসা

(মুসলিমবিডি২৪ডটকম)   এক ধরনের সমস্যা প্রায়ই শোনা যায়, বিশেষ অঙ্গ এতো ছোট! এটা কে কিভাবে …

Powered by

Hosted By ShareWebHost