(মুসলিমবিডি২৪ডটকম)
বান্দা যখন ভুল করার পর আল্লাহর প্রতি মনোনিবেশ করে এবং ক্ষমা প্রার্থনাকরে,
তখন তিনি বলেন তোমার থেকে যে ভুল হয়ে গেছে,তা তোমাকে আমার সাত্তার,গাফফার,ও রহমান গুনের,প্রয়োগস্থলে পরিণত করে দিয়েছে।
এই ভুল তোমার জন্য উপকারী ও কল্যানকর প্রমাণিত হয়েছে।
কারো মনে প্রশ্ন জাগতে পারে ভুল কিভাবে কল্যাণকর হয়? পাপ কিভাবে পুণ্যে পরিণত হয়?
এর উত্তর হলঃ অবহেলা ও বোকামি বশত মানুশ কখনো ভুল করে বসে,তারপর অনুতপ্ত হয়ে আল্লাহর প্রতি মনোনিবেশ করে,
এবং আল্লাহকে ডাকে, ❝ হে আল্লাহ আমি উদাশিনতা ও নির্বুদ্ধিতা বশত এই ভিল করেছি,আপনি আমাকে ক্ষমা করে দেন❞
তখন তার অনুশোচনার জন্য আল্লাহ তাকে মাফই করেন না;বরং এর উছিলায় তার মর্যাদা বাড়িয়ে দেন।
এভাবে গোনাহও মর্যাদা বৃদ্ধির কারণ হয়ে যায়,এবং তার জন্য কল্যাণে পরিনত হয়।
আরো পড়ুন পাপ করো নয়তো বিদায় হও,দুনিয়া সব পাপের মুল