Breaking News
Home / ইসলাম ধর্ম / টাখনুর নিচে কাপড় পরিধান করা বৈধ না অবৈধ

টাখনুর নিচে কাপড় পরিধান করা বৈধ না অবৈধ

টাখনুর নিচে কাপড় পরিধান প্রসঙ্গে

প্রশ্ন:পুরুষের জন্য টাখনুর নিচে কাপড় পরিধান করলে গুনাহ্ হয়… তাহলে মুজাও তো টাকনুর নিচে নামিয়ে পরতে হয় েটাতে নো গুনাহ্ হয় না..?

উত্তর:

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

 

ﷺ বলেছেন,

 

ﺛَﻼَﺛَﺔٌ ﻻَ ﻳُﻜَﻠِّﻤُﻬُﻢُ ﺍﻟﻠﻪُ ﻳَﻮْﻡَ ﺍﻟْﻘِﻴَﺎﻣَﺔِ ﻭَﻻَ ﻳَﻨْﻈُﺮُ ﺇِﻟَﻴْﻬِﻢْ ﻭَﻻَ ﻳُﺰَﻛِّﻴﻬِﻢْ ﻭَﻟَﻬُﻢْ ﻋَﺬَﺍﺏٌ ﺃَﻟِﻴﻢٌ – ﺍﻟْﻤُﺴْﺒِﻞُ ( ﻭﻓﻲ ﺭﻭﺍﻳﺔ ﺇﺯﺍﺭﻩ ) ﻭَﺍﻟْﻤَﻨَّﺎﻥُ [ ﻭﻓﻰ ﺭﻭﺍﻳﺔ : ﺍَﻟَّﺬِﻯْ ﻻَ ﻳُﻌْﻄِﻰْ ﺷَﻴْﺌًﺎ ﺇِﻻَّ ﻣِﻨْﻪُ ] ﻭَﺍﻟْﻤُﻨَﻔِّﻖُ ﺳِﻠْﻌَﺘَﻪُ ﺑِﺎﻟْﺤَﻠِﻒِ ﺍﻟْﻜَﺎﺫِﺏِ –

 

তিন প্রকার লোকের সাথে আল্লাহ কেয়ামতের দিন কোনো কথা বলবেন না,এবং তাদের দিকে তাকাবেন মও না এবং তাদেরকে পবিত্র করবেন না; বরং তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।

আরো পড়ুন কিয়ামতের আলামত ও বর্তমান যামানা

তারা হ'ল-

 

(১) টাখনুর নীচে কাপড় (অন্য বর্ণনায় লুঙ্গী) পরিধানকারী,

আরো পড়ুন  কাফেরদের অনুসরণে আল্লাহর গজব

(২( খোঁটাদানকারী (অন্য বর্ণনায় এসেছে, যে খোঁটা না দিয়ে কোন কিছু দান করে না)

(৩) মিথ্যা ের মাধ্যমে পণ্য বিক্রয়কারী।

 

(মুসলিম ১০৬ মিশকাত ২৭৯৫)

 

অনেকেই এমন প্রশ্ন করেন।

 

প্রথমেই আমাদেরকে টাখনুর উপর এবং নিচ বুঝতে হবে।

 

টাখনু ঢেকে যাওয়া মূলত নিষেধ না।

 

বরং নিষেধ হল,ওপর থেকে কাপড় পরলে সেটি টাখনুর নিচে যেতে পারবে না।চায় সেট লুঙ্গি হোক, পাজামা হোক, প্যান্ট হোক।

আরো পড়ুন  নারীদের পোষাক কেমন হবেঃ ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ

উপরের হাদীসে আমরা লক্ষ্য করেছি,যেখানে বলা হয়েছে,

‘যেটা টাখনুর নিচে চলে যাবে, সেটা জাহান্নামে যাবে।'

মোজা তো নিচের দিক থেকে ওপরে পড়া হয়।সুতরাং এটি টাখনুর নিচে যায়নি।

 

তাই পরা বলে যে বিধান রয়েছে সেটা এক্ষেত্রে বাস্তবায়িত হবে না।

 

আল্লাহর নিজেও মোজা পরেছেন।

 

মোজা আমরা নিচের দিক থেকে ওপরের দিকে পড়ি, সুতরা এই বিষয়টা আলাদা।

 

মূল কথা হচ্ছে,

কাপড় পরলে সেটি ওপরের দিক থেকে টাখনুর নিচের দিকে যেতে পারবে না।কেননা এটা অহংকারীদের আ'লামত।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost