(মুসলিমবিডি২৪ডটকম)
হিজড়াদের কয়েকটি অবস্থা হতে পারে:- (এক) হিজড়াদের মধ্যে যদি পুরুষের নিদর্শন বেশি হয়; যেমন দাড়ি
গজানো, পুংলিঙ্গের দ্বারা প্রস্রাব করা বা তার দ্বারা কোন মহিলা গর্ভবতী হওয়া ইত্যাদি। তাহলে সে পুরুষের
হুকুমে হবে অর্থাৎ পুরুষের ন্যায় জানাজার নামাজ পড়তে হবে।(দুই) যদি মহিলার নিদর্শন বেশি হয়; যেমন
হায়েয আসা; গর্ভবতী হওয়া; স্তন ওটা ইত্যাদি। তাহলে সে মহিলার হুকুমে হবে অর্থাৎ মহিলার ন্যায় তার
জানাজার নামাজ পড়তে হবে।(তিন) পুরুষ বা মহিলা কোন দিক যদি প্রাধান্য না পায়; যাকে খুনসা মুশকিল বলা
হয়। সে যদি ছোট হয় অর্থাৎ বালেগ না হয়; তার হুকুম হলো তাকে পুরুষ-মহিলা যে কেউ গোসল দিতে পারবে।
নামাজে দোয়ার ক্ষেত্রে নাবালেগ ছেলে বা মেয়ের যে কারো দোয়া পড়তে পারবে; তবে বালেগ মৃতের দোয়া পড়া
উত্তম। আর যদি সে বালেগ হয় তাহলে পুরুষ-মহিলা কেউ গোসল দিতে পারবে না এমতাবস্থায় যদি কোন
মাহরাম পুরুষ অথবা মহিলা পাওয়া যায় তাহলে সে খোলা হাতে আর গায়রে মাহরাম পুরুষ অথবা মহিলা পাওয়া
গেলে হাতে কাপড় পেচিয়ে তায়াম্মুম করিয়ে দিবে। আর দোয়ার ক্ষেত্রে পূর্ণবয়স্ক মৃতের দোয়া পড়তে হবে।
আরও পড়ুন:-
আত্মহত্যাকারীর জানাযার নামাজ ও তার পরিণাম
আসর ও মাগরিব এবং এশার নামাজের সময় কখন হয়
গর্ভবতী মহিলা মারা গেলে তার গর্ভের সন্তানের হুকুম