(মুসলিমবিডি২৪.কম)

পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে,ফলে মানুষের অনেক অসাধ্য আজ সাধ্যের মধ্যে এসে ধরা দিয়েছে।
একথা বলার উপেক্ষা রাকগে না যে, বর্তমান সভ্যতা আগের যে কোন শতাব্দীর তুলনায় সাচ্ছন্দ্যতায় সমৃদ্ধ হয়েছে।
তবে মানুষের মধ্যে অশান্তি, অস্থিরতা, ব্যাকুলতা বহু গুনে বৃদ্ধি পেয়েছে। দেশে দেশে বেড়েছে সংঘাত ও হানাহানী।
আর এসব সংঘাত ও সংঘর্ষের কেন্দ্রভূমি হচ্ছে মুসলিমবিশ্বের বিভিন্ন দেশ ও জনপদ।মুসলিম দেশগুলো আজ দুর্দশাগ্রস্থ।
তারা আজ ইহুদী খৃষ্টানদের কাছে নতজানু
মুসলমানরা আজ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর দ্বারা নির্যাতন, নিপিড়ন ও ধ্বংসজজ্ঞের শিকার।মুসলিমবিশ্বের রাজনীতি আজ অমুসলিমদের হাতে বন্দি
ইসলামী সভ্যতা সংস্কৃতি আজ প্রায় বিলুপ্ত
এহেন ভয়াবহ অবস্থায় মুসলমানরা পরষ্পর হিংসা-বিদ্বেষ, ও শত্রুতায় লিপ্ত,মুসলিম দেশগুলো আজ একে অপরের সাথে হানাহানি ও ঐক্যহীনতায় লিপ্ত।
এই সুযোগে অমুসলিমরা মুসলিম দেশ ও জনপদে বিভ্রান্তির প্রাচির নির্মাণ করে চলছে।
মুসলমানদের ধর্ম, রাজনীতি ও অর্থনীতীকে পঙ্গু করার চেষ্টা করছে।
এজন্য বিধর্মীরা দুনিয়ার সব অপশক্তিকে এক করার চেষ্টা করছে।ব্যবহার করছে আন্তর্জাতিক সংস্থা ও সংঘটনকে।
বৃটিশ বিরোধী আন্দোলনের অকুতোভয় বীর সৈনিক টিপু সুলতানঃপর্ব১
সর্বশেষ তারা জাতিসংঘের মত বিশ্বসংস্থাকে মুসলমানদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে।
মোটকথাঃ বিশ্বজুড়ে মুসলমানদের সমস্যা বহুবিধ, এই চ্যালেঞ্জের মুকাবিলায় একমাত্র পথ হচ্ছে ইসলামের পুর্নাঙ্গ অনুসরণ।
রাষ্ট্রীয়ভাবে ইসলামের কর্তৃত্ব প্রতিষ্টা করা,আইন ও বিচারে ইনসাফ কায়েম করা।ব্যক্তিগত ও সামাজিক পুরো জীবনে পুর্নাঙ্গ অনুসরণ করা।
وفَّقنا الله ايانا و اياكم