(মুসলিমবিডি২৪ডটকম)
যেই কাপড় দিয়ে মৃত ব্যক্তিকে কাফন দেওয়া হবে তা পরিষ্কার ও পবিত্র হওয়া জরুরি। পরিষ্কার ও পবিত্র হওয়ার পর নতুন পুরাতনের
মধ্যে কোনো পার্থক্য নেই। নতুন কাপড় দ্বারাও কাফন দেওয়া যায় আবার পুরাতন কাপড় দ্বারাও কাফন দেওয়া যায়। বর্ণিত আছে
হযরত আবু বকর রা. মৃত্যুর পূর্বে বলে গিয়েছিলেন যে, আমার এ কাপড় দু’খানা ধুয়ে আমার কাফন দিবে।
এমনি ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহ. বলেন: মৃত ব্যক্তি যেই কাপড় পরিধান করে নামাজ পড়েছে সেই কাপড়ে কাফন
দেওয়া ভালো।(বাদায়েউস সানায়ে ২/৩৯)
সুতরাং এই আলোচনা দ্বারা বুঝা গেল যে, ইহরামের কাপড় বা অন্য পুরাতন পবিত্র কাপড় দ্বারা কাফন দেওয়া জায়েয।
এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় হলো, ব্যক্তি তার জীবদ্দশায় যেই ধরণের কাপড় পরিধান করে ইদের নামাজ বা জুমআর নামাজ
পড়তো; মহিলা যেই ধরণের কাপড় পরিধান করে পিতার বাড়ীতে বেড়াতে যেতো সেই ধরণের কাপড় দিয়ে অর্থ্যাৎ সেই মানের কাপড়
দিয়ে কাফন দেওয়া উচিৎ। কেননা রাসুল সা. বলেন: তোমাদের ভাইকে কাফন দেওয়ার ক্ষেত্রে তার কাফনটি ভালো ধরণের দাও।
তাই নিম্নমানের কাপড় দিয়ে সবাইকে কাফন দেওয়া জায়েয নয়।
আবার এর সাথে সাথে ঐ কাপড়টি সাদা হওয়া ও আরেকটি মুস্তাহাব। কেননা হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত আছে
যে, রাসুল সা. বলেন: সাদা কাপড় আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়। সুতরাং তোমাদের জীবিতগণ যেন তা পরিধান করে আর
তোমাদের মৃতদেরকে তাতে কাফন দাও। (ফাতওয়ায়ে শামী ৩/৯৬)
আরও পড়ুন:-
আপনার মৃত্যু আসার আগে চিন্তা করুন
মৃত্যু বার্ষিকী পালন করা প্রসঙ্গে
মৃতব্যক্তি এর গোসল ও কাফনের বর্ণনা
ইসালে সাওয়াব ও একটি মাসআলা