(মুসলিমবিডি২৪ডটকম)
মৃত ব্যক্তির ছেলে সন্তান, আত্নীয়-স্বজন নেক আমল করে তার নামে যা পৌঁছায়, তা মৃত ব্যক্তির নিকট পৌঁছে; এটাই আহলে সুন্নাত
ওয়াল জামাতের আকিদা এবং এর দ্বারা মৃত ব্যক্তি আরাম ও রাহাত পায়। এর দ্বারা তার সগিরা গুনাহ গুলো মাফ হয়ে যায়। তবে
কবিরা গুনাহ ও অন্যের হক নষ্ট করার গুনাহ থেকে মাফ পায় না। কবিরা গুনাহ তাওবা দ্বারা এবং অন্যের হক আদায় করার দ্বারাই
তা পরিশোধ হতে পারে।
এখন কেউ প্রশ্ন করতে পারে! এসবই বুঝলাম! কিন্ত ইসালে সাওয়াব দ্বারা সাওয়াব পৌঁছানে ওয়ালার কি কোনো বেনিফিট রয়েছে?
অবশ্যই!! ফাতওয়ায়ে দারুল উলুম দেওবন্দ এর ৪র্থ খন্ডের ৪৪০ পৃষ্টায় রয়েছে যে. যে ব্যক্তি কুরআন তেলাওয়াত, যাকাত, সাদাকাহ
ইত্যাদি করে মৃত ব্যক্তির নামে ইসালে সাওয়াব করে তাহলে মৃত ব্যক্তির নিকট তো তা পৌঁছবে। এর সাথে সাথে যে পড়লো তারও
সাওয়াব হবে। দোস্ত-আহবাব এখন আমরা সাওয়াব অর্জনের আরো একটি সুন্দর পন্থা পেয়ে গেলাম। তাই আসুন আমরা সাওয়াব
অর্জনের এই পন্থাটিকেও কাজে লাগিয়ে অনেক অনেক সাওয়াব অর্জন করি্। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন
আরও পড়ুন:-
মৃত্যু বার্ষিকী পালন করা প্রসঙ্গে
আপনার মৃত্যু আসার আগে চিন্তা করুন
মৃত্যুর সময় কেমন মনে হয়
এক মদপায়ীর করুন মৃত্যুদশা
মা শা আল্লাহ্।
জাযাকাল্লাহ