Home / দুনিয়া ও আখিরাত / ইসালে সাওয়াব ও একটি মাসআলা

ইসালে সাওয়াব ও একটি মাসআলা

(মুসলিমবিডি২৪ডটকম)

ইসালে সাওয়াব ও একটি মাসআলা

মৃত ব্যক্তির ছেলে সন্তান, আত্নীয়-স্বজন নেক আমল করে তার নামে যা পৌঁছায়, তা মৃত ব্যক্তির নিকট পৌঁছে; এটাই আহলে সুন্নাত

ওয়াল জামাতের আকিদা এবং এর দ্বারা মৃত ব্যক্তি আরাম ও রাহাত পায়। এর দ্বারা তার সগিরা গুনাহ গুলো মাফ হয়ে যায়। তবে

কবিরা গুনাহ ও অন্যের হক নষ্ট গুনাহ থেকে মাফ পায় না। কবিরা গুনাহ দ্বারা এবং অন্যের হক আদায় দ্বারাই

তা পরিশোধ হতে পারে।

এখন কেউ প্রশ্ন করতে পারে! এসবই বুঝলাম! কিন্ত ইসালে সাওয়াব দ্বারা সাওয়াব পৌঁছানে ওয়ালার কি কোনো বেনিফিট রয়েছে?

অবশ্যই!! ফাতওয়ায়ে দারুল উলুম দেওবন্দ এর ৪র্থ খন্ডের ৪৪০ পৃষ্টায় রয়েছে যে. যে ব্যক্তি কুরআন তেলাওয়াত, যাকাত, সাদাকাহ

ইত্যাদি করে মৃত ব্যক্তির নামে ইসালে সাওয়াব করে তাহলে মৃত ব্যক্তির নিকট তো তা পৌঁছবে। এর সাথে সাথে যে পড়লো তারও

সাওয়াব হবে। দোস্ত-আহবাব এখন আমরা সাওয়াব অর্জনের আরো একটি সুন্দর পন্থা পেয়ে গেলাম। তাই আসুন আমরা সাওয়াব

অর্জনের এই পন্থাটিকেও কাজে লাগিয়ে অনেক অনেক সাওয়াব অর্জন করি্। আমাদের তাওফিক করুন। আমিন

আরও পড়ুন:-

মৃত্যু বার্ষিকী পালন করা প্রসঙ্গে
আপনার মৃত্যু আসার আগে চিন্তা করুন
মৃত্যুর সময় কেমন মনে হয়
এক মদপায়ীর করুন মৃত্যুদশা

About Muhammad Abdullah

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

নামাযে খুশু–খুযূ হাসিলের উপায়

নামাযে খুশু–খুযূ হাসিলের উপায়

(মুসলিম বিডি ২৪.কম)  بسم الله الرحمن الرحيم নিম্নলিখিত পদ্ধতিতে খুশু-খুযূ হাসিল হবে ইনশাআল্লাহ নামাযের বাহিরের …

Powered by

Hosted By ShareWebHost