(মুসলিমবিডি২৪ডটকম)
আত্মশুদ্ধি ও চরিত্র গঠন প্রত্যেক মুসলমানের জীবনে প্রয়োজন। এছাড়া কখনো তার দ্বীন পরিশুদ্ধ হবে না। যেহেতু প্রকৃতপক্ষে
দুনিয়ার পরিশুদ্ধতা দ্বীনশুদ্ধির উপর নির্ভরশীল। দ্বীন ছাড়াও দুনিয়াতে শান্তি অর্জন সম্ভব এমন ভাবনা শয়তানের ধোঁকামাত্র।
পার্থিব প্রাচুর্যতা আর অন্তরের শান্তি এ দু’টি এক বিষয় নয়। অন্তরের শান্তি, আনন্দ ও স্থিরতা অর্থ-প্রতিপত্তির মাধ্যমে পাওয়া যায় না;
বরং তার জন্য প্রয়োজন দ্বীন। দ্বীন ছেড়ে দিয়ে সম্পদের কুমির হওয়া যাবে, টাকার পাহাড় গড়া যাবে; বাড়ি গাড়ি এবং কারখানার
মালিক হওয়া যাবে। কিন্ত দিলের শান্তি নামক সোনার হরিণের মালিক হওয়া যাবে না। বস্তুত দিলের শান্তি, অন্তরের সুখ দ্বীনের মাঝেই
লুকায়িত। এ জন্য দেখা যায় যারা আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজেকে সঁপে দিয়েছে; সেসব আল্লাহ ওয়ালাই প্রকৃত সুখের ঠিকানা
খুঁজে পেয়েছেন। আর এ দ্বীন ও দুনিয়া সঠিক করতে হলে প্রয়োজন চরিত্র সংশোধন। চারিত্রিক পরিশুদ্ধাতা ব্যতিত দ্বীন ও দুনিয়া দুরুস্ত
হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে চরিত্র পরিশুদ্ধ করে দ্বীন ও দুনিয়া পরিশুদ্ধ করার তাওফিক দান করুন। আমিন!!
মূল: আল্লামা তাকি উসমানি দা. বা.
আরও পড়ুন:
তারাই হলেন সৌভাগ্যবান পুরুষ
প্রতিটি শিল্পকর্মের সূচনা ওহির মাধ্যমে হয়েছে
প্রেরণা
সাহাবায়ে কেরামের উদারতা