Breaking News
Home / সফরনামা / সফরে বের হতে যা যা পালনীয়

সফরে বের হতে যা যা পালনীয়

(মুলিমবিডি২৪ডটকম) 

সফরের সুন্নাহ

ের সুন্নত সমুহ

এক.দুজন তথা একাধিক জন মিলে সফর করা। একা একা সফর করা ঠিক নয়।

 

 

দুই. বৃহস্পতিবার সফরে বের হওয়া। শনিবারে সফর করা ও মুস্তাহাব।

 

তিন. সফরে বের হওয়ার পর যানবাহনে যখন পা রাখবে তখন বিসমিল্লাহ বলবে।

আরো পড়ুন👉মাওলানা তারেক জামীল সাহেব দাঃমাঃ এর জর্ডান সফরের কারগুজারী 

আর যখন বাহনে বসবে তখন আলহাুলিল্লাহ বলার পর নিম্নের দোয়াটি পড়া

الحمدلله الذي سحر لنا هذا وما كنا له مقرنين وانا الي ربنا لمنقلبون

চার. পথিমধ্যে কোথাও থামার প্রয়োজন হলে লোকজনের চলাচলের রাস্তা বাদ দিয়ে এক পার্শে সরে বসা বা দাড়ানো।

 

পাঁচ.রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন ;

সফরের প্রয়োজন শেষ হলে কোন প্রকার দেরী না করে ফিরে আসা। প্রয়োজন ছাড়া সফরে বাহিরে থাকা ঠিক নয়।

আরো পড়ুন👉অনধিকার চর্চাকারীর সাথে আমাদের করণীয় 

ছয়.সফর বের হওয়ার সময় প্রথমে ” بسم الله توكلت علي الله “পড়বে।অতঃপর সফরের এ দোয়া পাঠ করবে

“اللهم أنا نسالك في سفرنا هذا البر والتقوي ومن العمل ما أرضي اللهم هون علينا سفرنا واطولنا بعده اللهم انت

الصاحب في السفر والخليفة في الاهل اللهم اني اعوذبك من وعثاء السفر وكابة المنظر وسوء المنقلب في الاهل والمال”

সাত.সফর থে ফিরে আসার সময় নিম্নের দোয়াটি পাঠ করা ” آءبون تاءبون عايدون ساجدون لربنا حامدون”

আরো পড়ুন👉আল্লাহর ধরা খুব কঠিন 

আট. সফরে কোথাও অবস্থান করলে নিম্নের দোয়া পাঠ করা ” اعوذ بكلمات الله التامات من شر ما خلق”

 

 

নয়. সফর থেকে ফিরে আসার পূর্বে বাড়িতে জানিয়ে ঘরে আসা। হঠাৎ করে ঘরে না ঢুকা।

 

দশ. সফর থেকে ফিরে আসার পর ঘরে প্রবেশের পূর্বে ে গিয়ে দুরাকাত পড়া।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Powered by

Hosted By ShareWebHost