Breaking News
Home / বিবাহ/শাদী / বিবাহের সময় যা যা পালনীয়

বিবাহের সময় যা যা পালনীয়

(বিডি২৪ডটকম)

বিবাহের সুন্নত

বিয়ে-র সুন্নত। 

এক. বিয়ে -শাদী সম্পূর্ণ সাদাসিধে হওয়া।তাতে সব ধরনের লৌকিা এবং বাহুল্যতা বর্জন করা।

রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিয়েতে খরচ কম হয় তা অধিক বরকতময় হয়। 

আরো জানুন👉কেমন নারী বিয়ে করবেন 

দুই.শাওয়াল মাসে বিয়ে-শাদির ব্যবস্হা করা। ননা এ মাসে বিয়ে কল্যাণপ্রদ হয় 

 

তিন. বিয়ের জন্য দিনটি শুক্রবার হওয়া য় যা বরকত ও কল্যাণের কারণ।

 

চার. বিয়ের আকদ ে সম্পন্ন করা। 

 

পাঁচ. দাড়িয়ে বিয়ের খুৎবা পাঠ করা। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত দাঁড়িয়ে খুৎবা পাঠ করতেন। 

আরো জানুন👉বিয়ে থেকে বিরত থাকা কি ইসলাম সমর্থন করে 

ছয়.বিয়ের আকদের পর হাত তুলা ছাড়াই নিম্নের দোয়াটি পাঠ করা

 

” بارك الله لك وبارك عليكما وجمع بينما في خير” 

 

সাত.বিয়ের আকদের পর খোরমা অথবা খেজুর ছড়িয়ে ছিটিয়ে বন্টন করা। 

আরো জানুন👉যে কারণে মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে বিয়ে করা উচিৎ 

আট. বাসর রাতে র কপালের চুল ধরে নিম্নের দোয়াটি পড়া

 

” اللهم اني اسالك خيرها وخير ما فيها واعوذ بك من شرها وشر ما فيها “

 

নয়. বিয়ের প্রথম রজনী অর্থাৎ বাসর রাত আপন স্ত্রীর সাথে যাপন করার পর ওলীমা করা।

আরো জানুন👉দ্রুত বিয়ে হওয়ার আমল 

নিজের বন্ধু -বান্ধব, আত্নীয় -স্বজন, প্রিয়জন এবং মিসকিনদেরকে খাওয়ানো।

আরো জানুন👉বিয়ে-শাদীতে প্রচলিত ভুল সমূহ 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

নারী কোন ধরনের পুরুষদেরকে বেশি পছন্দ করেন

নারীরা কোন ধরনের পুরুষ কে বেশি পছন্দ করে

(মুসলিম বিডি টোয়েন্টিফোর ডটকম) প্রিয় পাঠক/পাঠিকা আজ আমি আপনাদের নিকট এমন একটি বিষয় শেয়ার করব, …

One comment

  1. নঙ্গে আসলাফ আফজাল

    ما شا الله

Powered by

Hosted By ShareWebHost