Breaking News
Home / ইসলাম ধর্ম / সকালে কাজে যাওয়ার পুর্বে যে সুন্নাহ পালনীয়

সকালে কাজে যাওয়ার পুর্বে যে সুন্নাহ পালনীয়

(২৪ডটকম) 

সকালে কাজে যাওয়ার পুর্বে যে সুন্নাহ পালনীয়

সকালে ঘুম থে উঠে কাজে লিপ্ত হওয়ার পূর্বে পালনীয় সুন্নাতসমুহ।

এক. ঘুম থেকে উঠে তিনবার আলহামদুলিল্লাহ বলা। এবং কালিমায়ে তায়্যিবাহ । অতঃপর নিম্নের দোয়াগুলো পড়া

আরো জানুন👉রাতে পালনীয় সুন্নাহ 

” الحمدلله الذي رد علي روحي ولم يمسكها في منامي” ” الحمدلله الذي احيانا بعد ما اماتنا واليه النسور”

 

অতঃপর বিসমিল্লাহ বলে দর্জা খুলা। তারপর বাহিরে যাওয়ার সময় নিম্নের দোয়াটি পড়া।

 

“بسم الله توكلت على الله لا حول ولا قوة الا بالله”

 

দুই. ঘুম থেকে উঠে পানির পাত্রে হাত দেওয়ার পূর্বে তিনবার উভয় হাত ভাল ভাবে ধৌত করা।

 

আরো জানুন👉দোয়া কবুল না হওয়ার কারণ 

তিন. ফজরের আদায় করার পর সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজরের নামাজ আদায়ের স্থানেই বসে থাকা এবং জিকির করা।

 

অতঃপর দুই অথবা চার রাকাত নামাজ পরে সেখান থেকে উঠা।

 

চার.অতঃপর উপার্জনের জন্য কোন কাজে লেগে যাওয়া।এবং সারা দিন নির্দিষ্ট সময়ে নামায আদায় করা।

আরো জানুন👉হালাল উপার্জন ও হালাল ভক্ষণের ফায়দা 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost