Breaking News
Home / ইসলাম ধর্ম / ফজরের নামাজ আদায়কারী ব্যক্তি যে আটটি উপকার লাভ করবে

ফজরের নামাজ আদায়কারী ব্যক্তি যে আটটি উপকার লাভ করবে

(মুলিমবিডি২৪ডটকম)

ফজরের নামাজ পড়লে যে আটটি উপকার লাভ করবে

ফজরের াজ আদায় কারির জন্য ৮ টি উপকার

 

মুমিনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নাজ হচ্ছে ভোরের সালাত বা ফজরের নামাজ।

 

এ নামাজ সংখ্যায় যেমন অল্প তেমনি তা আদায়ে স্বস্থি ও প্রশান্তি লাভের পাশাপাশি উপকারিতাও আছে অনেক,

 

তা থেকে এখানে মাত্র আটটি উপকার তুলে ধরা হল।

 

এক. ফজরের নামাজে দাঁড়ানো, সারা রাত দাঁড়িয়ে নামাজ র সমান।

এ সম্পর্কিত হাদিস যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো, সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়লো।

 

আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সে যেন পুরো রাত জেগে নামাজ পড়লো।(মুসলিম শরীফ)

আরো জানুন👉রাত্রি জাগরণ ও তাহাজ্জুদ নামাজের ফজিলত

দুই.ফজরের কারী আল্লাহর দায়িত্বপ্রাপ্ত

এ সম্পর্কিত হাদিস যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, সে আল্লাহর জিম্মায় থাকবে।(মুসলিম শরিফ)

আরো জানুন👉নিয়মিত যাদের ফজরের নামাজ ছুটে যায় তাদের করনীয়

তিন.ফজরের নামায কেয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে

এ সম্পর্কিত হাদিস যারা রাতের আঁধারে মসজিদের দিকে হেঁটে যায়, তাদেরকে কেয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও।' (আবু দাউদ)

 

 চার.ফজর ও আসর নামায সরাসরি জান্নাত পাওয়ার আমল

এ সম্পর্কিত হাদিস যে ব্যক্তি দুই শীতল (নামাজ) পড়বে, জান্নাতে প্রবেশ করবে। আর দুই শীতল নামাজ হলো ফজর ও আসর।(বুখারী শরিফ)

পাঁচ.রিজিকে আসবে

আল্লামা ইবনুল কাইয়িম রহ. বলেছেন, সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাঁধা দেয়। কেননা তখন রিজিক বন্টন করা হয়।

 

ছয়. ফজরের নামাজ পড়লে, দুনিয়া আখেরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে

এ সম্পর্কিত হাদিস ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে, সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ।' (তিরমিযি)

আরো জানুন👉ফজরের নামাজের পর কখন ঘুমানো নিষেধ এবং কখন নিষেধ নয়

সাত.ফজরের নামাজ সরাসরি আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হওয়ার মাধ্যম

এ সম্পর্কিত হাদিস তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে। তারা আসর ও ফজরের সময় একত্রিত হয়।

যারা রাতের কর্তব্যে ছিল তারা ওপরে উঠে যায়। আল্লাহ তো সব জানেন, তবুও ফিরিশতাদেরকে প্রশ্ন করেন,

আমার বান্দাদেরকে কেমন রেখে এলে? ফেরেশতারা বলে,

 

আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি। যখন গিয়েছিলাম, তখনো তারা নামাজরত ছিল।' (বুখারী)

আরো জানুন👉আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্তি ও গুনাহ মাফির দশটি মাধ্যম

 আট. নবীজি (সঃ) এর আন্তরিক দোয়া

এ সম্পর্কিত হাদিস হে আল্লাহ! আমার ের জন্যে, তার সকাল (সহ সারাদিনের) বরকত দান করুন।' (তিরমিযি)

 

ঈমানী আত্মবিশ্বাস

ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে, পুরো দিনের কার্যক্রমে একটা বরকতম সূচনা হবে ইনশাআল্লাহ।

আরো জানুন👉ইমানদারগণই সর্বদা বিজয়ী

আমাদের ঈমানী সহযোগিতা

এ ব্যপারে আরও কিছু জানার থাকলে (আল্লাহর খুশির নিয়েতে) যোগাযোগ করবেন।

মোহাঃহাফিজ মাওলানা  মনোয়ার

পেশ ইমাম মল্লিকপাড়া আল-আমিন জামে মসজিদ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল। ইমেইল. hafezmonowar@gmail.com

হোয়াটসঅ্যাপ.7872115887, সার্বিক যোগাযোগ  +917872115886

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost