(মুসলিমবিডি২৪ডটকম)
বিধর্মীদের অনুকরণ পরিহার করুন
অত্যন্ত আফসোস পরিতাপের বিষয়! বর্তমানে মুসলিম জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা থেকে অনেক দূরে।
আজ আমরা নিজেদের চাল-চলন,উঠা-বসা, পোশাক-পরিচ্ছদ,
খানা-পিনা এমনকি জীবনের প্রতিটি ধাপে আমরা বিজাতিদের সাদৃশ্য গ্রহণ করে নিয়েছি।
আজ আমরা তাদের মতো পোশাক পরিধান করছি। তাদের জীবন ব্যবস্থার মতো আমাদের জীবন ব্যবস্থা গ্রহণ করছি।
তাদের মতোই খানাপিনা করছি। তাদের মতোই উঠা-বসা করছি। এমনকি আমরা সব কাজে বিধর্মীদের অনুকরণ কে ফ্যাশন বানিয়ে নিচ্ছি।
বিধর্মীদের অনুসরণ করতে রাসুল সাঃ এর নিষেধাজ্ঞা
আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন! যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোযার ক্ষেত্রে ইহুদীদের সাথে সামান্য পরিমাণ সাদৃশ্য পছন্দ করেননি,
সেখান থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করা উচিত যে, আমরা আমাদের জীবনের যে সকল ক্ষেত্রে বিজাতিদের অনুসরণ করে থাকি,
সে সকল বিষয় পরিহার করে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত আদর্শকে অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে জীবন গড়ব।
ঐ সকল লোকদের অন্ধ অনুসরণ করো না,যারা প্রতিনিয়ত তোমাদের উপর জুলুম-অত্যাচার চালিয়ে যাচ্ছে। যারা তোমাদেরকে মানবাধিকার দিতে প্রস্তুত নয়।
বিধর্মীদের অনুসরণ করার পরিনাম
তাদের অন্ধ অনুসরণ করে তোমরা কি পাবে? হ্যাঁ এতোটুকু পাবে যে, তাদের অনুসরণের কারণে দুনিয়া আখেরাতে লাঞ্ছিত আর অপমানিত হবে।
আল্লাহ তায়ালা সকল মুমিন কে হেফাজত করুন আমীন।
আরো পড়ুন 👉👉 মুসলিম হয়েও যারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না, মেয়েদের মাথার চুল কাটার বিধান