Breaking News
Home / বিশ্লেষণ ও গবেষণামূলক / ইজতেহাদি মাসআলার পরিচিতি

ইজতেহাদি মাসআলার পরিচিতি

(মুসলিমবিডি২৪ডটকম) 

ইজতিহাদি মাসআলার পরিচয় কিভাবে জানবো

একাধিক মতের অবকাশ আছে, এমন ইজতেহাদী মাসআলা আমরা চিনবো কিভাবে?

 

এর সুনিশ্চিত আলামত হলো, ‘পূর্ববর্তী (আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ-এর) ইমামগণের মতপার্থক্য হওয়া

 

এবং ঐ বিষয়ে পরবর্তীতেও মতৈক্যে পৌঁছতে না পারা।' এবার আমরা সহজেই বুঝে নিতে পারি,

 

সব ইমামের সব দলিল সামনে আসার পরও যেহেতু ঐ আল্লাহভীরু ইমামগণ যে যার মতের উপর অটল আছেন,

 

এতে স্পষ্ট প্রমাণিত হয়, এই মাসআলাটি ইজতেহাদী। একারণেই তো সবাই সবার ইজতিহাদ দলিলসম্মত হবার ব্যাপারে আস্বস্ত।

একই কারণে উ কারো মতকে বাতিল বলে উড়িয়েও দিচ্ছেন না।

 

একে অপরের প্রতি অশ্রদ্ধা পোষণ করছেন না। আর এটাই হলো সাহাবায়ে কেরামের রীতি।

 

সুতরাং এই ের ইমামগণ উচ্চমাত্রার খোদাভীতি ও জ্ঞান-গভীরতা সত্ত্বেও যখন কোনো একটি মাসআলায় একমত হতে না পারেন,

 

বারবার একে অপরের দলিল সামনে রেখে চিন্তা-ফিকির করার পরও যাবৎ সেই মতপার্থক্য থেকেই গেছে,

 

তাহলে নিশ্চিতভাবে বুঝতে হবে, আসলে এ-মাসআলায় কোরআন-হাদীস মতেই দ্বিমতের এবং দুই রকম ের অবকাশ আছে।

 

তো যার বিবেক আছে, ঠাণ্ডা য় চিন্তা করার মতো স্থিরতা যার আছে, যে দলবাজি ও পক্ষপাত-দোষ মুক্ত,

 

সে নির্দ্বিধায় স্বীকার করবে, এমনক্ষেত্রে আসলে উভয় মতই কোরআন-হাদীস সিদ্ধ। কিন্তু যার ভিতর ইনসাফ নেই, যে নিতান্ত বিবেকহীন,

 

সে তো আরও সরল বাস্তবতাও অস্বীকার করে বসে। আল্লাহ সবাইকে এমন বিবেকশূন্যতা থেকে হেফাজত করুন। আমীন।

আরো পড়ুন👉বিষয়বস্তুর দৃষ্টিতে হাদীসের প্রকারভেদ,৷ নারী সমাজ কেন আজ নির্যাতিত, মুত্তাকির পরিচয়

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

হাদিয়া ও ঘুষের মধ্যে পার্থক্য কী?

(Muslimbd24.com) হাদিয়া ও ঘুষ এক নয়, হাদিয়া ও ঘুষের মধ্যে পার্থক্য বিরাট। হাদিয়া বা উপহার …

Powered by

Hosted By ShareWebHost