Home / ইসলামিক গল্প / হযরত আয়শা রা. এর খোদাভীতি

হযরত আয়শা রা. এর খোদাভীতি

(মুসলিমবিডি২৪ডটকম)

হযরত আয়শা রা. এর খোদাভীতি

হযরত আয়শা রা. এর খোদাভীতি

হযরত আয়শা রা. এর প্রতি হুযুর সা. এর মহব্বত ছিল অধিক। এমনকি কেউ যদি হুযুর সা. কে জিজ্ঞাসা করতো,

আপনি সব চেয়ে বেশি কাকে মহব্বত করেন? হুযুর সা. উত্তর দিতেন, আয়শাকে!

হযরত আয়শা রা. মাসাঈল সম্পর্কে অধিক অবগত ছিলেন। এমনকি বড় বড় সাহাবিও মাসাঈল জিজ্ঞাসা করার জন্য তার খেদমতে উপস্থিত হতেন।

হযরত জিবরাঈল আ. তাকে সালাম করতেন। জান্নাতেও হযরত আয়শা রা. কে হুযুর সা. এর স্ত্রী হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। মুনাফিকরা তাঁর ব্যাপারে অপবাদ আরোপ করলে

কুরআন শরিফে তাঁর পবিত্রতা বর্ণনা করে আয়াত নাযিল হয়। স্বয়ং আয়শা রা. বলেন, দশটি বৈশিষ্ট আমার এমন রয়েছে যাতে অন্য কোনো বিবিগণ শরিক নেই।

এ সব কিছু সত্তেও তাঁর খোদাভীতির অবস্থা এমন ছিল যে, তিনি বলতেন: হায়! আমি যদি বৃক্ষ হতাম তাহলে সর্বদা তাসবিহ পাঠে মশগুল থাকতাম

আর আখেরাতে আমার কোনো হিসাব হতো না। হায়! আমি যদি পাথর হতাম, হায়! আমি যদি মাটির ঢিলা হতাম, হায়! আমি যদি পয়দাই না হতাম,

হায়! আমি যদি গাছের পাতা হতাম, হায়! আমি যদি কোনো ঘাস হতাম। (বুখারী)

 আরও পড়ুন:-

কয়েকজন মহিলা সাহাবি
হযরত শাহ ইসমাইল শহিদ রহ. এর ঘটনা
বেহেশতী মেয়ের বিবাহ
ইবরাহিম ইবনে আদহাম রহঃ এর ঘটনা

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

যে মুসলিম কীর্তির কথা আজ কেউ স্মরণ করে না

যে মুসলিম কীর্তির কথা আজ কেউ স্মরণ করে না

(মুসলিম বিডি ২৪ ডট কম) যে মুসলিম কীর্তির কথা আজ কেউ স্মরণ করে না -হাতিম …

Powered by

Hosted By ShareWebHost