Home / মুহাররম ও আশুরা / মুহাররম মাসে সংঘটিত হওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা পর্ব ২

মুহাররম মাসে সংঘটিত হওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা পর্ব ২

(মুসলিমবিডি২৪ডটকম)  

মুহাররম মাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা

* চব্বিশ হিজরীর মুহাররম মাসের প্রথম তারিখে খলিফায়ে ছানী হযরত উমর রাযিআল্লাহু তা’আলা আনহু শাহাদাতবরণ করেন।

তার শাহাদাতের পর খিলাফতের সমস্ত দায়-দায়িত্ব ‘আরাকিনে শুরার’ পরামর্শে হযরত উসমান রাদিয়াল্লাহু তা’আলা আনহুর উপর ন্যস্ত করা হয়।

হযরত ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহুর ওসীয়ত অনুযায়ী আরাকিনে শুরায় ছয়জন সদস্য ছিলেন। তারা হলেন,

হযরত উসমান রাদিয়াল্লাহু তা’আলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহু,

হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তা’আলা আনহু, হযরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু,

হযরত যুবায়ের ইবনুল আউয়াম রাদিয়াল্লাহু তা’আলা আনহু এবং হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তা’আলা আনহু।

* সাত্রিশ হিজরীর মুহাররম মাসে চতুর্থ খলীফা হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহু ও

হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাঝে সন্ধি চুক্তি হতে গিয়ে “জঙ্গে সিফফীন” সংঘটিত হয়েছিল।

* একষট্টি হিজরীর মুহাররম মাসের দশম তারিখে কারবালার ময়দানে হযরত হুসাইন রাজিয়াল্লাহু তা’আলা আনহু শাহাদাতবরণ করেন।

* চুয়াত্তর হিজরীর মুহাররম মাসে হযরত আবদুল্লাহ ইবনে উমর রাযিআল্লাহু তা’আলা আনহু ইন্তেকাল করেন।

আল্লাহ রাব্বুল আলামীন তাকে কুরআনের তাফসীর, হাদীস ও ফিকাহ শাস্ত্রের ব্যাপারে অনেক মর্যাদা প্রদান করেছিলেন।

* একশত একষট্টি হিজরীর মুহাররম মাসে মদিনার গভর্নর

জাফর বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে মসজিদে নববীর সম্প্রসারণের কাজ শুরু করা হয়।

আরো পড়ুন 👇👇

হযরত উসমান রাঃ এর ব্যাংক একাউন্ট এখনো সচল, একটি শিক্ষণীয় গল্প

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

মুহাররম মাসের কিছু বিদআত ও কুসংস্কার

মুহাররম মাসের কিছু বিদআত ও কুসংস্কার

(মুসলিমবিডি২৪ডটকম) মুহাররম মাস ও আশুরাকে ঘিরে যে সমস্ত বিদআত ও কুসংস্কার মুহাররম মাস একটি বরকতপূর্ণ …

Powered by

Hosted By ShareWebHost