(মুসলিমবিডি২৪ডটকম)
জাদুকরের হুকুম কী
পবিত্র কুরআনের ভাষায় জাদু করা কুফরি।(২/১০২) কাজেই কেউ যদি জেনে বুঝে জাদু করে তবে তো সে কুফরি করল।
জাদুকরের শাস্তি
জাদুকরের শাস্তির ব্যাপারে দু’ধরনের কথা পাওয়া যায়।
১/ কোনো মুমিন যদি কুফরি কালামের মাধ্যমে জাদু করে; কিংবা অন্য মুমিনের ক্ষতি সাধনের জন্য জাদু করে, তবে তার তাওবা গ্রহণযোগ্য হবে না।
তাকে হত্যা করতে হবে। তবে এ দায়িত্ব ইসলামি রাষ্ট্রের সরকারের।
ইমাম আবু হানিফা, ইমাম আহমদ , আবু ছাওর, ইসহাক ও ইমাম শাফি রহ. এ মতকে সমর্থন করেন। তাঁদের দলিল হলো,
নবী করিম সা. এর বাণী:-জাদুকরের দন্ড হলো, তাকে তরবারি দ্বারা হত্যা করা।
২/ আর যদি জাদুতে কুফরি কালাম না থাকে, তবে জাদুকরকে হত্যা করা যাবে না। দলিল: হযরত আয়শা রা. একজন জাদুকর দাসী হত্যা না করে বিক্রি করে দিয়েছিলেন।
৩/ তবে জাদু কুফরি কালামের দ্বারা হোক আর বৈধ মন্ত্রের দ্বারাই হোক; জাদুগ্রস্থ লোক মারা গেলে অবস্থাবেধে জাদুকেরের কাছ থেকে কিসাস বা দিয়াত গ্রহণ করা হবে। (কুরতুবি)
আরও পড়ুন:-