Breaking News

জাদু  কী

()

জাদু  কী

জাদু  কী?

জাদুর আরবি প্রতিশব্দ হলো ‘িহরুন'। ইংরেজিতে যাকে magic বলা হয়। ম্যাজিক অর্থ সম্মোহন, যা এক অদৃশ্য ক্রিয়ার প্রভাব মাত্র।

দার্শনিকদের মতে জাদুর কার্যকারণ একটি সুক্ষ বিষয়। ব্যাপারটি সম্পূর্ণ শয়তানের সাহচার্যের মাধ্যমে অন্তরের নোংরামি প্রসূত বিষয়। যেমন:

কোনো বিশেষ মন্ত্র পড়লে এরূপ জাদু সংঘটিত হয়ে থাকে। ব্যাপারটি বহিরাগত কোনো শক্তির প্রভাবও হতে পারে। যেমন: দূর থেকে জিন ও শয়তানের প্রভাব।

তবে এটা প্রচন্ড কল্পনা শক্তির প্রভাবও হতে পারে যাকে মেসমেরিজম বলা হয়। ইমাম শাফি রহ. বলেন:- ‘সিহরুন' হচ্ছে

সর্াধারণের চোখে যে সকল কাজ ের সাধ্যের বাহিরে, বিশেষ কোনো কৌশলে তা সাধন করে প্রর্দশন করাকেই জাদু বলা হয়।

ইংরেজি অভিধানে জাদুর সংজ্ঞায় বলা হয়েছে-The art of warking by power over the hidden forces of nature

অর্থাৎ প্রকৃতিতে লুকায়িত অতিন্দ্রীয় শক্তির ব্যবহারের মাধ্যমে কোনো কিছু সংঘটিত শিল্পকে জাদু বলা হয়।

 

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

হাদিয়া ও ঘুষের মধ্যে পার্থক্য কী?

(Muslimbd24.com) হাদিয়া ও ঘুষ এক নয়, হাদিয়া ও ঘুষের মধ্যে পার্থক্য বিরাট। হাদিয়া বা উপহার …

Powered by

Hosted By ShareWebHost