(মুসলিমবিডি২৪ডটকম)
জাদু কী?
জাদুর আরবি প্রতিশব্দ হলো ‘সিহরুন’। ইংরেজিতে যাকে magic বলা হয়। ম্যাজিক অর্থ সম্মোহন, যা এক প্রকার অদৃশ্য ক্রিয়ার প্রভাব মাত্র।
দার্শনিকদের মতে জাদুর কার্যকারণ একটি সুক্ষ বিষয়। ব্যাপারটি সম্পূর্ণ শয়তানের সাহচার্যের মাধ্যমে অন্তরের নোংরামি প্রসূত বিষয়। যেমন:
কোনো বিশেষ মন্ত্র পড়লে এরূপ জাদু সংঘটিত হয়ে থাকে। ব্যাপারটি বহিরাগত কোনো শক্তির প্রভাবও হতে পারে। যেমন: দূর থেকে জিন ও শয়তানের প্রভাব।
তবে এটা প্রচন্ড কল্পনা শক্তির প্রভাবও হতে পারে যাকে মেসমেরিজম বলা হয়। ইমাম শাফি রহ. বলেন:- ‘সিহরুন’ হচ্ছে ধোঁকাবাজি।
সর্বসাধারণের চোখে যে সকল কাজ মানুষের সাধ্যের বাহিরে, বিশেষ কোনো কৌশলে তা সাধন করে প্রর্দশন করাকেই জাদু বলা হয়।
ইংরেজি অভিধানে জাদুর সংজ্ঞায় বলা হয়েছে-The art of warking by power over the hidden forces of nature
অর্থাৎ প্রকৃতিতে লুকায়িত অতিন্দ্রীয় শক্তির ব্যবহারের মাধ্যমে কোনো কিছু সংঘটিত করার শিল্পকে জাদু বলা হয়।