Breaking News
Home / মুহাররম ও আশুরা / আশুরার দিন পরিবার পরিজনের জন্য খরচ করা

আশুরার দিন পরিবার পরিজনের জন্য খরচ করা

(মুসলিমবিডি২৪ডটকম) আশুরার দিনে পরিবার পরিজনের জন্য খরচ করা

আশুরার দিন পরিবার পরিজনের জন্য খরচ করার ফযীলত

মহররমের দশ তারিখে নিজের সামর্থ্য অনুযায়ী হালাল উপার্জন থেকে নিজের পরিবার পরিজনের জন্য স্বাভাবিক দিন গুলোর তুলনায় একটু ভালো খাবারের ব্যবস্থা করা।

এর দ্বারা রিজিকের মধ্যে প্রশস্ততা ও বরকত হবে এবং অভাব-অনটন দূর হবে।

হযরত জাবের রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন,

من وسع على نفسه واهله يوم عاشوراء وسع الله عليه سائر سنته

(অর্থ) যে ব্যক্তি নিজের উপর এবং নিজের পরিবারের উপর আশুরার দিন খরচের ক্ষেত্রে প্রশস্ততা অবলম্বন করবে

আল্লাহ তা’আলা তাঁকে পুরা বৎসর রিযিক এর মধ্যে প্রশস্ততা দান করবেন।

একটি বরকত পূর্ণ মাসের এই মুবারক আমলের প্রভাব এই হবে যে,

এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামীন সারাবছরের রিজিকে বরকত ও প্রশস্ততা প্রদান করবেন।

আশুরার দিনে পরিবারের জন্য খরচ করলে বরকত লাভের বাস্তব প্রমাণ

এ কারণেই জলীলুল ক্বদর ছাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তা’আলা আনহু, প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত ইয়াহইয়া ইবনে সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি,

প্রসিদ্ধ ইমাম ও ফকীহ সুফিয়ান ইবনে উয়াইনাহ রাহঃ বলেন, আমরা এটা পরীক্ষা করে দেখেছি এবং সত্যিই তা বাস্তবে পেয়েছি।

একথা সুস্পষ্ট যে, উপরোক্ত বিষয়ে যতটুকু বা যে পরিমান খরচ করার কথা বলা হয়েছে,

ঠিক সেই পরিমানই খরচ করা।কম-বেশির ক্ষেত্রে যেন মাত্রাতিরিক্ত না হয়ে যায়, তা বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

আরো পড়ুন 👉👉  মুহাররম মাসের ফজিলত, মুত্তাকির পরিচয়, সর্বোত্তম উপার্জন

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

মুহাররম মাসের কিছু বিদআত ও কুসংস্কার

মুহাররম মাসের কিছু বিদআত ও কুসংস্কার

(মুসলিমবিডি২৪ডটকম) মুহাররম মাস ও আশুরাকে ঘিরে যে সমস্ত বিদআত ও কুসংস্কার মুহাররম মাস একটি বরকতপূর্ণ …

Powered by

Hosted By ShareWebHost