(মুসলিমবিডি২৪ডটকম)
বেহেশতী মেয়ের বিবাহ
যে মেয়ে বিবাহের পূর্বে মারা যায় এবং যদি সে জান্নাতি হয়,
তাহলে জান্নাতে সে যে পুরুষকে পছন্দ করবে সেই
পুরুষের সাথেই তার বিবাহ হবে
অর্থাৎ প্রণয়সুত্র গাথা হবে।
আর যদি উপস্থিত পুরুষেদের মধ্যে কাউকে পছন্দ না হয়,
তাহলে আল্লাহ তায়ালা সেই মহিলার পছন্দসই একজন পুরুষ সৃষ্টি করবেন, যার সাথে ঐ মহিলার বিবাহ সম্পন্ন হবে।
সুত্র: ফাতাওয়ায়ে আব্দুল হাই-1/482
ফাতাওয়ায়ে জামেয়া-6
আরও পড়ুন:👇
বিবাহ ও দাম্পত্য জীবন
অবিবাহিতদের তুলনায় বিবাহিতদের নামাজের ফজিলত
বিবাহের পূর্বে যে সাতটি প্রস্তুতি নেওয়া জরুরি
ইসলাম ধর্মে বিবাহের সীমারেখা কখন নির্ধারণ করেছে